সময় কলকাতা স্পোর্টস ডেস্ক, ১৭ মার্চ:শুক্রবার ভারত ও অস্ট্রেলিয়ার ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচ জমে গেল। ভারতীয় পেস ব্যাটারির সামনে কার্যত ধরাশায়ী হল অজি ব্যাটিং লাইনআপ। টেস্ট সিরিজের মতোই অস্ট্রেলিয়ার ব্যাটিং মুখ থুবড়ে পড়ল ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে। শুক্রবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টসে জিতে ভারত অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া প্রথমে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়াকে। সিদ্ধান্ত যে খুব একটা ভুল ছিল না সেটাই প্রমান করলেন ভারতীয় বোলাররা। অস্ট্রেলিয়াকে মাত্র ৩৬ ওভারে ১৮৮ রানের মধ্যে অলআউট করে কামাল দেখালেন সামি-সিরাজরা। একমাত্র লড়াই করলেন মিচেল মার্শ, তিনি করলেন লড়াকু ৮১ রান। মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ পেলেন তিনটি করে উইকেট। রবীন্দ্র জাদেজা দুটি উইকেট পেয়েছেন।
ভারতের হয়ে এর আগে টি-২০ ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন হার্দিক পাণ্ডিয়া। এদিন প্রথম একদিনের ক্রিকেটে অধিনায়কের আর্ম ব্যাজ পড়ে মাঠে নামলেন। ফলে তাঁর অগ্রাসী মানসিকতা ছড়িয়ে গেল গোটা দলে। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন হার্দিক। তাঁর সিদ্ধান্ত যে নির্ভুল ছিল সেটা প্রমান করলেন ভারতীয় পেসাররা। মহম্মদ শামি ও মহম্মদ সিরাজ পেলেন তিনটি করে উইকেট এবং রবীন্দ্র জাদেজা পেলেন দুই উইকেট।
শুরুতেও উইকেট হারালেও ধাক্কা সামলে নিয়েছিল অস্ট্রেলিয়া। মিচেল মার্শ এবং স্টিভ স্মিথ খেলা ধরে নিয়েছিলেন। কিন্তু স্মিথকে ব্যক্তিগত ২২ রানে ফিরিয়ে অজি ইনিংসে জোড়ালো ধাক্কা দিলেন ভারত অধিনায়ক হার্দিক। এরপর অস্ট্রেলিয়ার মিডল অর্ডারে ধস নামিয়ে দিলেন মহম্মদ শামি। পরপর ফেরালেন জস ইংলিস (২৬), ক্যামরণ গ্রীন (১২) এবং মার্কাশ স্টোয়নিসকে (৫)। অপরদিকে দুরন্ত ছন্দে ব্যাট করা মার্শকে ফিরিয়ে দিয়ে অস্ট্রেলিয়ার কোমর ভেঙে দিলেন রবীন্দ্র জাদেজা। ফলে মাত্র ৩৬ ওভারের মধ্যেই মাত্র ১৮৮ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। এখন ভারতীয় ব্যাটসম্যানরা নিজেদের কাজ ঠিকঠাক করতে পারলেই সহজে ম্যাচ জিততে পারে হার্দিকরা।
More Stories
দ্বিতীয় ম্যাচে পরিবর্তন হবে ভারতীয় দলে! কারা যেতে পারেন বাদ?
ডার্বির হারের পরই বিস্ফোরণ, অস্কারকে নিশানা করে পদ ছাড়লেন সন্দীপ
কোন অঙ্কে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছাবে হরমনপ্রীতরা? জানুন অঙ্ক