সময় কলকাতা ডেস্ক, ৭ এপ্রিলঃ আর কিছুক্ষণ পরেই আইপিএলের দশম ম্যাচে লখনউ সুপার জায়েন্টসের মুখোমুখি হবে সানরাইসার্স হায়দ্রাবাদ। দিল্লি কে ৫০ রানে হারানোর পরে দ্বিতীয় ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শেষ পর্যন্ত দুর্দান্ত লড়াই করেও ১২ রানে হেরে যায় লখনউ। দুই ক্যারিবিয়ান কাইল মায়ার্স এবং নিকোলাস পুরান রয়েছেন ভালো ফর্মে। তরুণ আয়ুষ বদোনিও নজর কাড়ছেন। বল হাতে ইংল্যান্ডের ফাস্ট বোলার মার্ক উড দুটি ম্যাচে তুলেছেন আটটি উইকেট।

কে এল রাহুল এই ম্যাচ জিতে আবার জয়ের সরণিতে ফিরতে চাইবেন। যদিও দীপক হুডা বা ক্রুনাল পান্ডিয়ার অফ ফর্ম লখনউকে ভাবাচ্ছে। অন্যদিকে,হায়দ্রাবাদ তাদের প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে বিশ্রী ভাবেই হেরেছে। ৭২ রানে হারের চেয়েও বড় কথা হায়দ্রাবাদের ব্যাটিং বা বোলিং বিভাগে কেউ বিন্দুমাত্র রেখাপাত করেননি। মায়াঙ্ক আগরওয়াল,উমরান মালিক,ওয়াশিংটন সুন্দর,ভুবনেশ্বর কুমার বা নটরাজনদের মত প্রতিষ্ঠিত ও উদীয়মান ভারতীয় তারকা থাকলেও ভালো মানের ম্যাচ উইনার বিদেশী প্লেয়ারের অভাব বোধ করতে পারে হায়দ্রাবাদ। কারণ একাধিক ম্যাচেই দলের সেরা বিদেশী খেলোয়াড়দেরই পাচ্ছে না হায়দ্রাবাদ।
আরও পড়ুন এবার আইএসএল জয়ী সবুজ মেরুন সুপারস্টার লাল হলুদের পথে?

দক্ষিণ আফ্রিকান তারকা ব্যাটসম্যান ও এবারের হায়দ্রাবাদ দলের অধিনায়ক মার্করাম ছাড়াও ক্লাসেন,জানসেন দলে যোগ না দিলে দলে ভারসাম্যও আসবে না,এমনটাই মত বিশেষজ্ঞদের। এখন মার্করামের অনুপস্থিতিতে অধিনায়কত্ব করছেন ভুবনেশ্বর কুমার। বলাই বাহুল্য এই পরিস্থিতিতে খাতায় কলমে অবশ্যই এগিয়ে কেএলরাহুলের লখনউ। এরকম অবস্থায় হায়দ্রাবাদ দলের ভারতীয় তারকারা এদিনের ম্যাচে নিজেদের কতটা প্রয়োগ করতে পারেন তার ওপরেই অনেকটা নির্ভর করবে শুক্রবারের ম্যাচের ফলাফল।


More Stories
সুপার কাপের মধ্যেই গোলাপি সাজে মোহনবাগান ক্লাব! নেপথ্যে কোন কারণ?
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
শ্রেয়সকে নিয়ে দিলেন বড় আপডেট, টি২০ সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী সূর্য