Home » বুধবার থেকে ফের চাকা গড়াবে শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসের

বুধবার থেকে ফের চাকা গড়াবে শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসের

সময় কলকাতা ডেস্ক,৭ জুনঃ দুঃস্বপ্ন পেরিয়ে ফের চাকা গড়াতে চলেছে করমণ্ডল এক্সপ্রেসের। ধীরে ধীরে কাটছে বিষাদের মেঘ। শুক্রবার ওড়িশার বালাসোরের কাছে বাহানাগা বাজার স্টেশনের কাছে ঘটা ভয়ঙ্কর দুর্ঘটনার পরে কেটে গিয়েছে ৫ দিন। ভয়াবহ এই ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৮৮ জনের। আহত ১২০০-রও বেশি মানুষ। কয়েকশো দেহ এখনও মর্গে পড়ে আছে শনাক্ত না হয়ে। তারই মধ্যে বুধবার অর্থাৎ আজ থেকেই ফের দুপুর ৩টে ২০ নাগাদ শালিমার স্টেশন থেকে ১২৮৪১ আপ করমণ্ডল এক্সপ্রেস ছাড়বে চেন্নাইয়ের উদ্দেশ্যে। শুক্রবারের রেল দুর্ঘটনার পরেই যেমন মৃত ও আহতদের উদ্ধার করার কাজ শুরু হয়েছিল, তেমনই দ্রুত চলছিল রেললাইন সারানোর কাজও। যতক্ষণ না সারানো হচ্ছে, ততক্ষণ দক্ষিণগামী সমস্ত রুটের ট্রেন চলাচলই থেমে ছিল।

লাইন সারানোর প্রায় ২৪ ঘণ্টা পর রেলমন্ত্রীর উপস্থিতিতে পরীক্ষামূলক ভাবে প্রথমে একটি মালগাড়ি চালানো হয় ওই লাইনে। এর পরে ধীরে ধীরে আরও কয়েকবার ট্রায়াল চলে। এরপরেই সোমবার থেকে চলতে শুরু করে আপ লাইনের বিভিন্ন ট্রেন। বন্দে ভারত এক্সপ্রেস, ফলকনামা এক্সপ্রেস-সহ ৪০টিরও বেশি ট্রেন চলাচল করেছে। দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানা গিয়েছে,বুধবার থেকে দূরপাল্লার গুরুত্বপূর্ণ ট্রেনগুলি চালানো হবে। করমণ্ডল ছাড়াও পুরী, চেন্নাই, হায়দ্রাবাদ, পণ্ডীচেরি রুটের প্রায় সব ট্রেনই চলবে।

আরও পড়ুন   বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনায় বাড়ল মৃতের সংখ্যা, নতুন করে সনাক্ত প্রায় শতাধিক দেহ

এদিকে, বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনার তদন্তভার হাতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই দুর্ঘটনায় সরকারের কাছে সিবিআই তদন্তের সুপারিশ করছে রেল বোর্ড। এমনটাই জানিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেল দুর্ঘটনার পর এফআইআর দায়ের করেছে জিআরপি। তার পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার সিবিআইয়ের ১০ জনের একটি দল ঘটনাস্থলে পৌঁছয়। সিবিআইয়ের প্রতিনিধি দল দুর্ঘটনাস্থল খতিয়ে দেখেন। দুর্ঘটনা সংক্রান্ত বিভিন্ন নথি সংগ্রহ করবেন বলেই জানা গিয়েছে। সেই সঙ্গে নেওয়া হবে ওই দুর্ঘটনার সময় কর্তব্যরত রেলকর্মীদের বয়ানও। রেলের হিসাব অনুযায়ী ওই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৮৮ জনের। যদিও ওড়িশা সরকারের হিসাব অনুযায়ী দুর্ঘটনায় মৃত ২৭৫ জন। ভয়াবহ এই দুর্ঘটনার প্রকৃত কারণ কী, তা দ্রুত প্রকাশ্যে আনতে পারবে সিবিআই।

উল্লেখ্য,শুক্রবার সন্ধ্যায় এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা সাক্ষী থাকল গোটা দেশ। এদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিট নাগাদ ওড়িশার বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা মেরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় হাওড়ার শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। একসঙ্গে করমন্ডল এক্সপ্রেস,যশবন্তপুর-হাওড়া এবং একটি মালগাড়ি দুর্ঘটনা কবলে পরে। পাশাপাশি ধাক্কা লাগে তিনটি ট্রেনের। করমন্ডলের পাশে ছিল মালগাড়ি। ওই ট্রেনটিকে ধাক্কা দেয় করমন্ডল এক্সপ্রেস। শালিমার-চেন্নাই করমন্ডল এক্সপ্রেসের মোট ১৫ টি কামরা লাইনচ্যুত হয়েছে। তার মধ্যে সাতটি কামরা উল্টে গিয়েছে। আরও চারটি কামরা ছিটকে গিয়েছে। দুর্ঘটনার তীব্রতা এতই ছিল যে যাত্রীবাহী ট্রেনটির ইঞ্জিন উঠে যায় এক মালগাড়ির ওপর। ট্রেনের অধিকাংশ বগি ছিটকে পড়ে পাশের লাইনে। একই সঙ্গে পাশের লাইন থেকে আসা যশবন্তপুর- হাওড়া এক্সপ্রেস টিরও দুটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। রেল সূত্রে খবর, ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২৯০ ছাড়িয়ে গিয়েছে। মৃত্যুর সংখ্যা ক্রমাগত বাড়ছে। আহত ১২০০ এরও বেশি মানুষ

About Post Author