স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ সেপ্টেম্বর: অন্য মেজাজে ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় বিরাট কোহলি। ক্যান্ডিতে ম্যাচের মধ্যে নেপালি গানের তালে পা মেলাতে দেখা গেল কিং কোহলিকে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় সামনে আসতেই ভাইরাল হয়ে যায়। এর আগেও মাঠের মধ্যে গানের তালে পা মেলাতে দেখা গিয়েছে কোহলিকে। এবার ভারতীয় গান নয়, নেপালি গানের তালে পা মেলাতে দেখা গেল ভারতীয় ক্রিকেট তারকাকে। জানা গিয়েছে, গানটির নাম ‘কুটমা কুটুম সুপারি দানা’। নেপালের জনপ্রিয় গায়ক রজন রাজ শিবাকোটির গাওয়া এই গানের তালেই পা মেলালেন বিরাট। কোহলির এহেন আচরণে ভারতীয়দের পাশাপাশি নেপালের সমর্থকরাও মুগ্ধ হয়েছেন।
Funny video wth virat kholi dance#IndvsNep pic.twitter.com/QO3ko9hXtQ
— Nitin Bankar (@nitinbankar9) September 4, 2023
সোমবার এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচে নেপালের বিরুদ্ধে অনায়াসে জয় পায় ভারত। নেপালকে হারিয়ে সুপার ফোরে নিজেদের জায়গা পাকা করেছেন রোহিতরা। আইসিসির একদিনের দ্বিতীয় সেরা দলের বিরুদ্ধে কোনও প্রতিরোধ গড়ে তুলতে পারেনি নেপাল। ১০ উইকেটে ম্যাচ জিতে যায় ভারত। ম্যাচে কয়েকটি ক্যাচ মিস করে ভারত। ক্যাচমিস করেন ভারতের এই মুহূর্তে অন্যতম সেরা ফিল্ডার কোহলিও। যদিও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি নেপাল। ২৩০ রানে শেষ হয়ে যায় নেপালের ইনিংস।
আরও পড়ুন স্বাদ বদলাতে নৈশভোজে চটজলদি বানিয়ে ফেলুন মালাই মটন
দ্বিতীয় ইনিংসের শুরুতে খেলা অনেক্ষণ বন্ধ থাকে বৃষ্টির জন্য। বৃষ্টির পর ম্যাচ ৫০ ওভার থেকে কমিয়ে ২৩ ওভারে করা হয়। ভারতের সামনে লক্ষ্য দেওয়া হয় ১৪৫। ব্যাটিংয়ে নেপালের বোলারদের বিরুদ্ধে দাপট দেখায় ভারত। গিল বা রোহিতকে প্যাভিলিয়নে ফেরাতে ব্যর্থ হন নেপালের বোলাররা। ২০.১ ওভারে বিনা উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। এদিন আর ব্যাট করতে নামতে হয়নি কোহলিকে। কোহলির ব্যাটিং দেখা থেকে ব্রাত্য থাকতে হয় স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের। যদিও ভারত সুপার ফোরে পৌঁছে যাওয়ায় বিরাটের ব্যাটিং দেখার সুযোগ থাকছে সমর্থদকের।
More Stories
দক্ষিণ আফ্রিকা লিগেও সৌরভ জোর টক্কর দিলেন সঞ্জীব গোয়েঙ্কার দলকে
পুজোর আগেই সিএবি সভাপতি পদে সৌরভ, কমিটিতে থাকছেন কারা?
আমিরশাহিকে ধরাশায়ী করে এশিয়া কাপের যাত্রা শুরু ভারতের