Home » ভেস্তে যাওয়ার মুখে আরও একটি ভারত-পাক ম্যাচ! প্রশ্নের মুখে আয়োজকদের দূরদর্শিতা

ভেস্তে যাওয়ার মুখে আরও একটি ভারত-পাক ম্যাচ! প্রশ্নের মুখে আয়োজকদের দূরদর্শিতা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১০ সেপ্টেম্বর: রাত পোহালেই মহারণ। এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি ভারত বনাম পাকিস্তান। ম্যাচকে কেন্দ্র করে ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়ছে দুই প্রবলতম প্রতিপক্ষের সমর্থকদের মধ্যে। যদিও ম্যাচ নিয়ে তৈরি হয়েছে সংশয়। বৃষ্টির কারণে ভেস্তে যাওয়ার মুখে  ভারত-পাক ম্যাচ। আবহাওয়া দফতরের পূর্বাভাস রবিবারও বৃষ্টিতে ভিজবে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়াম। বৃষ্টি হলে ম্যাচ না হওয়ার সম্ভাবনা প্রবল। সেক্ষেত্রে সোমবার রয়েছে সংরক্ষিত হিসেবে। কিন্তু সোমবার যে বৃষ্টি হবে না সে কথা নিশ্চিত করে বলেনি হাওয়া অফিস।

দুই দেশের মধ্যে কূটনৈতিক সমীকরণ এখন এমন এক পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে, যে দুই দেশ একে অন্যের বিপক্ষে দ্বি বা ত্রিদেশীয় সিরিজ খেলেনা। এমনকি এক দেশ অন্য দেশে গিয়ে প্রতিযোগিতায় অংশ গ্রহণও করেনা। এশিয়া কাপের আয়োজক দেশ হিসেবে এবার ছিল শ্রীলঙ্কা ও পাকিস্তান। কিন্তু পাকিস্তানে গিয়ে খেলার ব্যাপারে অনীহা দেখায় ভারত। গ্রুপ পর্বে ভারত-পাক ম্যাচ হয় শ্রীলঙ্কার ক্যান্ডিতে। বৃষ্টির জন্য দীর্ঘদিন পর ভারত বনাম পাকিস্তানের সেই ম্যাচ দেখাথেকে বঞ্চিত থাকতে হয় সমর্থকদের। যদিও আশা ছিল, সুপার ফোরে দুই দল ফের একে অপরের মুখোমুখি হবে। কিন্তু এখন যা পরিস্থিতি, রবিবার সেই ম্যাচের ভবিষ্যত নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা।

আবহাওয়া অফিস জানিয়ে দিয়েছে রবিবার বৃষ্টির সম্ভাবনা প্রায় ৮০-৮৫ শতাংশ। সারাদিন আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। এদিন সূর্যদেব দর্শন দিতে নাও পারেন বলে জানিয়েছে আবহাওয়া দফতর। বাতাসের গতি থাকবে ঘণ্টায় ১০-১৫ কিমি। তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি থেকে ২৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। রবিবার ম্যাচ ভেস্তে গেল। সোমবার সংরক্ষিত রাখা হয়েছে। তবে সোমবারও বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দেয়নি আবহাওয়া অফিস। আসলে ভারতের দক্ষিণ দিকে অবস্থিত দেশটিতে এখন বর্ষাকাল। ক্রীড়াসূচিতে স্পষ্ট পাকিস্তান বাংলাদেশ ম্যাচটি লাহোরে হলেও, এশিয়া কাপের সুপার ফোরে ম্যাচগুলি হবে কলম্বোয়। তাই শুধু ভারত পাকিস্তান নয় প্রশ্নের মুখে গোটা টুর্নামেন্টের ভবিষ্যত।

আরও পড়ুন     রানিনগরে থানা ভাঙচুর আর তৃণমূল পার্টি অফিসে আগুনের ঘটনা কিসের ইঙ্গিত দিচ্ছে?

এশিয়া ক্রিকেট কাউন্সিলের বিরুদ্ধে অভিযোগ শুধু ভারত-পাকিস্তান ম্যাচের জন্য দিন সংরক্ষিত করে রাখা হয়। যদিও বাংলাদেশ ইতিমধ্যে জানিয়ে দিয়েছে ভারত পাকিস্তান ম্যাচে একটি দিন সংরক্ষিত রাখা হবে এই সিদ্ধান্তটি এশিয়া ক্রিকেট কাউন্সিল নিয়েছিল সর্বসম্মতিক্রমে। কিন্তু একটি প্রতিযোগিতার আয়োজক হিসেবে আরও বিচক্ষণ হাওয়া উচিৎ ছিল জয় শাহের এসিসির, এমনটাই মত ক্রিকেট মহলের। একটা সময় ভারত পাক ম্যাচ হাম্বানটোটায় স্থানান্তরিত করার কথাও শোনা গিয়েছিল। কিন্তু কোনও একদল নাকি এই প্রস্তাবে রাজি হয়নি। এনিয়ে সংবাদ মাধ্যমে প্রশ্ন তুলেছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাস্কার। এখন বৃষ্টির কালো মেঘ কাটিয়ে ভারত পাকিস্তান ম্যাচ কি দিনের আলো দেখতে পারবে? এখন এটাই প্রশ্ন সকলের।

About Post Author