স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৭ সেপ্টেম্বর: এশিয়া কাপের ফাইনালে ব্যাটিং বিপর্যয় শ্রীলঙ্কার। মাত্র ৫০ রানে শেষ দাসুন শনাকাদের ইনিংস। সৌজন্যে মহম্মদ সিরাজের ৬ উইকেট।
টসে জিতে ব্যাটিংয়ের সিধান্ত এদিন বুমেরাং হয়ে শ্রীলঙ্কার। প্রথম ওভারে কুশল পেরেরাকে ফিরিয়ে লঙ্কা শিবিরে ধাক্কা দেন জসপ্রীত বুমরা। প্রথম ওভার থেকেই ২২ গজে নিজেদের দাপট বজায় রেখেছিল ভারতের দুই পেসার বুমরা ও সিরাজ। চতুর্থ ওভারে ঐতিহাসিক বোলিং করলেন সিরাজ। একটি ওভারে চারটি উইকেট নিলেন হায়দরাবাদ এক্সপ্রেস।প্রথম বলে ফেরালেন নিশঙ্কাকে। তৃতীয় বলে ফেরালেন সমরাবিক্রমাকে। সিরাজের ধারালো ইনসুইং বুঝতেই পারেননি টুর্নামেন্টে দুরন্ত ফর্মে থাকা ব্যাটার। চতুর্থ বলে ফেরান অসলঙ্কাকে। ড্রাইভ করতে গিয়ে ঈশান কিসানের হাতে জমা দিলেন বল। প্রথম বলে সিরাজকে চার মেরে শুরু করেছিলেন ধনঞ্জয় ডা সিলভা। তবে ওভারের শেষ বলে সিরাজের আউট সুইংয়ে আউট হন তিনি।
আরও পড়ুন: এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত বনাম শ্রীলঙ্কা, এগিয়ে কোন দল?
শ্রীলঙ্কার চামিন্ডা ভ্যাস ১৬ বলে ৫ উইকেট নেওয়ার রেকর্ড ছিল। এদিন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকাকে বোল্ড করে সেই রেকর্ডটি স্পর্শ করেন সিরাজ। শ্রীলঙ্কার হয়ে এদিন সর্বোচ্চ রান করেন কুশল মেন্ডিস। মূল্যবান ১৭ টি রান করেন মেন্ডিস। দ্বাদশ ওভারে তাঁকেও প্যাভিলিয়নে ফেরান সিরাজ। ১২ ওভারে ৩৩ রানে ৭ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে যায় শ্রীলঙ্কা। ভারতের হয়ে বাকি কাজটি করেন হার্দিক। শ্রীলঙ্কার শেষ ৩ টি উইকেট যায় হার্দিকের ঝুলিতে।
৭ ওভারে ২১ রান দিয়ে ৬ টি উইকেট নেন সিরাজ। ২.২ ওভারে ৩ রান দিয়ে ৩ উইকেট নেন হার্দিক। বাকি উইকেটটি যায় বুমরার ঝুলিতে। মাত্র ১৫.২ ওভারে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস।
More Stories
দক্ষিণ আফ্রিকা লিগেও সৌরভ জোর টক্কর দিলেন সঞ্জীব গোয়েঙ্কার দলকে
পুজোর আগেই সিএবি সভাপতি পদে সৌরভ, কমিটিতে থাকছেন কারা?
আমিরশাহিকে ধরাশায়ী করে এশিয়া কাপের যাত্রা শুরু ভারতের