স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৮ সেপ্টেম্বর: পাকিস্তানের সুখের সংসারে অশান্তির আঁচ! এশিয়া কাপের সুপার ফোর থেকে ছিটকে গিয়েছে দল। তার রেশ কাটতে না কাটতে এবার ড্রেসিংরুমে ঝামেলায় জড়ালেন দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার। বিশ্বের এক নম্বর দল হিসেবে এশিয়া কাপের অভিযান শুরু করে পাকিস্তান। তবে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারননি বাবর আজমরা। সুপার ফোরে প্রথমে ভারতের বিপক্ষে, তারপর শ্রীলঙ্কার বিপক্ষে হেরে এশিয়া কাপে অভিযান শেষ করে পাকিস্তান। হারাতে হয় বিশ্বের সেরা একদিনের ক্রিকেট দলের তকমা।
গোদের উপর বিষফোঁড়ার মত দলের দুই তারকা পেসার হ্যারিস রউফ ও নাসিম শাহ চোটের জন্য টুর্নামেন্টের মাঝপথ থেকে ছিটকে গিয়েছেন। বিশ্বকাপের আগে আরও বড় ধাক্কা খেল পাক শিবির। এশিয়া কাপের পারফরম্যান্স নিয়ে সাজঘরে আলোচনার মধ্যে তুমুল ঝামেলায় জড়ালেন দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার। জানা গিয়েছে, সাজঘরে দলের ক্রিকেটারদের প্রতি নিজের ক্ষোভ প্রকাশ করেন অধিনায়ক বাবর আজম। এশিয়া কাপে খারাপ পারফরম্যান্সের জন্য দলের ক্রিকেটারদের দায়িত্ববোধকে দায়ী করেন পাক অধিনায়ক।
আরও পড়ুন থেমে গেল কিংবদন্তি ক্রোয়েশিয়ান গায়ক মিলো হ্রনিচের সুরেলা সফর
আরও পড়ুন চলে গেলেন লেখিকা – চলচ্চিত্র নির্মাতা এবং নবীন পট্টনায়কের দিদি গীতা মেহেতা
অধিনায়কের দাবির প্রতিবাদ করেন শান্ত স্বভাবের শাহীন। তিনি অধিনায়ককে বলেন, যাঁরা ভালো ব্যাট ও বল করেছেন তাঁদের প্রশংসা করতে। কথার মাঝখানে শাহীনের এহেন মন্তব্য ঠিকভাবে নেননি বাবর। দুজনের মধ্যে বাগবিতণ্ডা এমন জায়গায় পৌঁছয় যে পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন রিজওয়ান। দুজনকে শান্ত করতে এগিয়ে আসেন কোচও। সাময়িকভাবে দুজনের ঝামেলা থেমে যায়। একটি সূত্র দাবি করে, ঝামেলার মধ্যে দলের অধিনায়ককে সপাটে চড় মেরেছেন শাহীন। যদিও হাতাহাতির দাবি গুজব বলে উড়িয়ে দিয়েছে বেশিরভাগ সূত্র। তবে হাতাহাতি না হলেও বিশ্বকাপের আগে দলের অধিনায়ক ও দলের নির্ভরযোগ্য বোলারের এই ঝামেলা চিন্তা বাড়বে পাক শিবিরের।
More Stories
দক্ষিণ আফ্রিকা লিগেও সৌরভ জোর টক্কর দিলেন সঞ্জীব গোয়েঙ্কার দলকে
পুজোর আগেই সিএবি সভাপতি পদে সৌরভ, কমিটিতে থাকছেন কারা?
আমিরশাহিকে ধরাশায়ী করে এশিয়া কাপের যাত্রা শুরু ভারতের