সময় কলকাতা ডেস্ক, ১৯ নভেম্বর : আমেরিকা হাসপাতালে জঙ্গি ডেরা থাকার বিষয়ে ইজরায়েলের তত্ব সমর্থন করে বলেছিল, শিফা হাসপাতালে জঙ্গি ঘাঁটি আছে তবে আকাশপথ থেকে হাসপাতালের ওপরে বোমা বর্ষণ তাদের না-পসন্দ। আর ইজরায়েলের সেনাবাহিনী তেমনটাই করছে। তারা এবার আকাশপথে হামলা না চালিয়ে সরাসরি ঢুকে পড়েছে গাজা উপত্যকার সবচেয়ে বড় চিকিৎসাকেন্দ্র শিফা হাসপাতালে। অত্যন্ত অসুস্থ ছাড়া সবাইকে হাসপাতাল ছাড়তে বাধ্য করেছে তারা। খুঁটিয়ে ছানবিন করা হয়েছে আর একাধিক সন্দেহভাজনকে পাকড়াও নিয়ে যাওয়া হয়েছে। এই ছানবিন করার আগে তারা বাইডেন প্রশাসনের সমর্থন পেয়েছে। কারণ ইজরায়েল বলে আসছিল গাজা উপত্যকার হাসপাতালগুলিতে রয়েছে হামাসের সক্রিয় গোষ্ঠীর ডেরা যারমধ্যে অন্যতম আল শিফা হাসপাতাল।
উল্লেখ্য,বাইডেন প্রশাসন মঙ্গলবার দীর্ঘদিন ধরে ইসরায়েলি দাবির বিষয়টি নিশ্চিত করে বলেছিল যে, হামাস সামরিক উদ্দেশ্যে চিকিৎসা সুবিধা ব্যবহার করছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী গাজা শহরের শিফা হাসপাতালে বন্ধ করে দিয়েছে, যেখানে সন্ত্রাসী গোষ্ঠী প্রধান কমান্ড পোস্টকে ডেরা বানিয়েছে বলে দৃঢ়বিশ্বাস।
হোয়াইট হাউস ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছিলেন , “আমাদের কাছে তথ্য আছে যে হামাস এবং প্যালেস্টাইন ইসলামিক জিহাদ এই মুহূর্তে আল-শিফা সহ গাজা উপত্যকার কিছু হাসপাতাল এবং তাদের নীচের টানেলগুলি তাদের সামরিক অভিযানকে গোপন করে রাখতে এবং কার্যকলাপের জন্য এবং বন্দীদের জন্য ব্যবহার করে।”
“হামাস এবং প্যালেস্টাইনের ইসলামিক জিহাদের সদস্যরা গাজা শহরের আল-শিফা থেকে একটি কমান্ড এবং নিয়ন্ত্রণ কেন্দ্র পরিচালনা করে।তারা সেখানে অস্ত্র সঞ্চয় করেছে এবং সেই সুবিধার বিরুদ্ধে ইসরায়েলি সামরিক অভিযানের প্রতিক্রিয়া জানাতে প্রস্তুত,” মার্কিন গোয়েন্দা মূল্যায়নের উদ্ধৃতি দিয়ে কিরবি জানান ।।
আরও পড়ুন গাজার শিফা হাসপাতালে থেকে লোকজন সরছে,জাবালিয়ায় মৃত্যু ৮০জনের


More Stories
ভিনগ্রহী বা এলিয়েনের সঙ্গে মানুষের যৌনসঙ্গম, অপহৃত অ্যান্টিনিও ভিলাস বোয়াসের আশ্চর্য দাবি
অনুপ্রবেশকারী : অন্ধকার ও রহস্য
এবার নিশানায় প্রবাসী ভারতীয়রা !’অবৈধভাবে থাকলে…’, কড়া হুঁশিয়ারি আমেরিকার