স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২২ জানুয়ারি: জমে উঠেছে চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) শিরোপা দখলের লড়াই। বৃহস্পতিবার শেষ ষোলোর প্রথম পর্বের ম্যাচে মাঠে নেমেছিল বার্সেলোনা (Barcelona) ও আর্সেনাল (Arsenal)। নাপোলির (Napoli) বিরুদ্ধে তাদের ঘরের মাঠে নেমেছিল জাভির বার্সা। অন্যদিকে পর্তুগালের ক্লাব পোর্তোর বিরুদ্ধে নেমেছিল আর্সেনাল। ইউরোপের এই দু’টি দলকে না জিতেই মাঠ ছাড়তে হল। প্রথমে এগিয়ে গিয়েও আটকে গেল বার্সা। পোর্তোর শেষ মুহূর্তের গোলে হেরে গেল আর্সেনাল।
খেলার শুরু থেকে বল ছিল বার্সেলোনার ফুটবলারদের দখলে। কয়েকটি সহজ গোলের সুযোগও পেয়েছিল কাতালানরা। তবে সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন লামিনে ইয়ামাল ও ইকে গুন্ডোয়ানরা। কয়েকটি বিক্ষিপ্ত সুযোগ পেয়েছিল ইতালির ক্লাবটিও। তারাও সেই সুযোগ কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধের শেষে খেলার ফল ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে গোলের খাতা খোলার মরিয়া চেষ্টা চালাতে থাকে দুটি দল।৬০ মিনিটের মাথায় কাঙ্ক্ষিত গোলের দেখা পায় বার্সা। পেদ্রির পাস থেকে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন রবার্ট লেভানডস্কি। একটা সময় মনে হচ্ছিল অ্যাওয়ে ম্যাচ থেকে পুরো ৩ পয়েন্ট পেয়ে মাঠ ছাড়বেন কাতালানরা। কিন্তু ভিক্টর ওসিমহেনের করা শেষ মুহূর্তের গোলে ১ পয়েন্ট পেয়েই খুশি থাকতে হয় লা লিগা জায়ান্টদের। আগামী ১২ মার্চ ফিরতি পর্বে মুখোমুখি হবে দুই দল।
All to play for in Barcelona! ????#UCL pic.twitter.com/u6Vo5UUiKE
— UEFA Champions League (@ChampionsLeague) February 21, 2024
অন্য একটি ম্যাচে ধাক্কা খেয়েছে আর্সেনাল। প্রিমিয়ার লিগে দুরন্ত ফর্মে থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে সেই ফুটবল দেখা গেল না গানারদের। বল দখলের দিক থেকে এগিয়ে থাকলেও বিপক্ষের গোলমুখ খুলতে পারেনি তারা। অন্যদিকে নিজেদের ঘরের মাঠে রক্ষণশীল ফুটবল খেলে এফসি পোর্তোও। একটা সময় যখন সবাই ধরেই নিয়েছিল খেলা গোলশূন্য শেষ হবে, তখন চমক দেয় পর্তুগালের ক্লাবটি। দ্বিতীয়ার্ধের সংযুক্তি সময়ের শেষ লগ্নে আর্সেনালের জালে বল জড়িয়ে দেয় তারা। গোল করেন ব্রাজিলীয় উইঙ্গার গেলানো। সেই গোল শোধ করার সময় পায়নি আর্তেতার দল। ফলে ১২ মার্চ পরের পর্বের খেলা তাদের জন্য হয়ে দাঁড়াল ডু অর ডাই।
More Stories
দক্ষিণ আফ্রিকা লিগেও সৌরভ জোর টক্কর দিলেন সঞ্জীব গোয়েঙ্কার দলকে
পুজোর আগেই সিএবি সভাপতি পদে সৌরভ, কমিটিতে থাকছেন কারা?
আমিরশাহিকে ধরাশায়ী করে এশিয়া কাপের যাত্রা শুরু ভারতের