স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১ মে: ইউরোপীয় ফুটবলের দুই যুযধান প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ (Real Madrid) ও বায়ার্ন মিউনিখ (Bayern Munich)। চলতি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) সেমিফাইনালের প্রথম পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। নব্বই মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরও খেলায় ফয়সলা হল না। ম্যাচ শেষ হল ২-২ গোলে। রিয়ালের হয়ে জোড়া গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। বায়ার্নের হয়ে গোল দুটি করেন লেরয় সানে ও হ্যারি কেন। ফাইনালে যাওয়ার জন্য দুই দলকেই অপেক্ষা করতে হবে দ্বিতীয় পর্বের জন্য।
ঘরের মাঠে শুরু থেকে দাপট দেখায় বায়ার্ন মিউনিখ। দুই মিনিটের মধ্যেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল তাদের কাছে। লেরয় সানের বাড়ানো পাস থেকে শট নিয়েছিলেন হ্যারি কেন। কিন্তু সেই শট রিয়ালের গোলরক্ষককে বিব্রত করতে পারেনি। খেলার গতির বিপরীতে গিয়ে প্রথম গোলের খাতা খোলে রিয়ালই। ২৪ মিনিটে সফরকারী দলের হয়ে গোল করেন ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু গোলের কারিগর বায়ার্নের প্রাক্তনী টনি ক্রুস। তার রক্ষণ চেরা পাস থেকে গোল করেন ব্রাজিলিয়ান উইঙ্গার। বিরতির সময় সেই গোলেই এগিয়ে ছিল রিয়াল।
All to play for next week ⚖️#UCL pic.twitter.com/yCcBG2ThO5
— UEFA Champions League (@ChampionsLeague) April 30, 2024
আরও পড়ুন: India T20 World Cup Squad: বিশ্বকাপের ভারতীয় দল ঘোষণা বোর্ডের, বাদ অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার
দ্বিতীয়ার্ধের শুরুতে খেলায় সমতা ফেরায় বায়ার্ন। ডানপ্রান্ত ধরে বিপক্ষের ডিফেন্ডারদের কাটিয়ে বক্সে ঢুকে পড়েন। তারপর জোরালো শটে গোল করেন সানে। সেই গোলের ধাক্কা কাটিয়ে ওঠার আগে রিয়ালের জালে বল জড়িয়ে দেন হ্যারি কেন। বক্সের মধ্যে জামাল মুসিয়ালাকে বাধা দিলে পেনাল্টি পায় স্বাগতিকরা। পেনাল্টি থেকেই ২-১ করেন ইংরেজ ফরওয়ার্ড। এগিয়ে গিয়ে কিছুটা খেলা থেকে হারিয়ে যায় বায়ার্ন। বিপক্ষের মাঠে গোল শোধের মরিয়া চেষ্টা চালাতে থাকে কার্লে আন্সেলোত্তির ছেলেরা। আক্রমণে আরও বৈচিত্র দেখা যায়। ৮৩ মিনিটে রড্রিগোকে বক্সের মধ্যে ফাউল করা হলে পেনাল্টি পায় রিয়াল। দ্বিতীয়বারের জন্য ম্যানুয়েল ন্যুয়ারকে পরাস্ত করে ম্যাচে সমতা ফেরান ভিনি জুনিয়র। আগামী সপ্তাহে ফিরতি পর্বের ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ধারে ভারে দুই দলই সমান। সেখানে কোন দল কোন দলকে টেক্কা দেয় সেটাই এখন দেখার।
More Stories
দক্ষিণ আফ্রিকা লিগেও সৌরভ জোর টক্কর দিলেন সঞ্জীব গোয়েঙ্কার দলকে
পুজোর আগেই সিএবি সভাপতি পদে সৌরভ, কমিটিতে থাকছেন কারা?
আমিরশাহিকে ধরাশায়ী করে এশিয়া কাপের যাত্রা শুরু ভারতের