Home » Kylian Mbappe: সইসাবুদের পালা শেষ, রিয়াল মাদ্রিদে বেঞ্জেমা-রোনাল্ডোর জার্সি নম্বরেই দেখা যাবে এমবাপ্পেকে

Kylian Mbappe: সইসাবুদের পালা শেষ, রিয়াল মাদ্রিদে বেঞ্জেমা-রোনাল্ডোর জার্সি নম্বরেই দেখা যাবে এমবাপ্পেকে

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৫ জুনঃ সম্প্রতি নিজের প্রিয় ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন কিলিয়ান এমবাপ্পে । গত ৩ জুন ফরাসি তারকার দলে যোগ দেওয়ার খবরে সিলমোহর দিয়েছে স্পেনের ঐতিহ্যশালী ক্লাবটি। পাঁচ বছরের চুক্তিতে রিয়ালে সই করেছেন বিশ্বজয়ী ফরাসি ফুটবলার। নতুন ক্লাবে কত নম্বর জার্সি পরে তিনি মাঠে নামবেন, তা নিয়ে শুরু হয়েছিল জল্পনা। অবশেষে জানা গিয়েছে কত নম্বর জার্সিতে লস ব্ল্যাঙ্কোসে দেখা যাবে এমবাপ্পেকে ।

পৃথিবীর সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদ। পৃথিবীর অধিকাংশ প্রথম সারির ফুটবলারের স্বপ্ন থাকে জীবনে একবার এই ক্লাবের জার্সি গায়ে চাপানোর। সেই একই স্বপ্ন ছিল ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের। নিজের রিয়াল প্রীতির কথা কোনওদিন গোপন করেননি তিনি। অনেকদিন ধরে তিনি চেষ্টাও করছিলেন পিএসজি ছেড়ে স্পেনের ক্লাবে যোগ দিতে। কিন্তু নানা কারণে তা সম্ভব হয়ে ওঠেনি। তবে এ বার তার রিয়ালে যোগ দেওয়ার স্বপ্ন বাস্তবায়িত হয়েছে। নতুন ক্লাবে যোগ দেওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তিনি অতীতের স্মৃতিচারণা করেছেন। যেখানে রিয়াল মাদ্রিদের জার্সিতে দেখা গিয়েছে তাঁকে। সেই ছবিগুলিকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন এমবাপ্পে ভক্তরা। কিন্তু নতুন ক্লাবে কত নম্বর জার্সিতে তাদের প্রিয় তারকাকে দেখা যাবে? সদ্য প্রাক্তন হওয়া পিএসজি ক্লাবে তিনি সাত নম্বর জার্সি পরে মাঠে নামতেন। আর জাতীয় দলে তার জার্সি নম্বর দশ। কিন্তু এই দুটি নম্বরের জার্সি নতুন ক্লাবে আপাতত পাওয়া হচ্ছে না তাঁর। কারণ রিয়ালে সাত নম্বর জার্সির মালিক ভিনিসিয়াস জুনিয়র। আর দশ নম্বরের মালিক লুকা মদ্রিচ। দুজনের একজনও আগামী মরশুমে ক্লাব ছাড়ছেন না। ফলে জানা গিয়েছে, রিয়ালের হয়ে নয় নম্বর জার্সিতে মাঠে নামবেন এমবাপ্পে।

আরও পড়ুনঃ T20 World Cup 2024: নেপালের বিরুদ্ধে সহজ জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল নেদারল্যান্ডস

প্রসঙ্গত, রিয়ালের হয়ে নয় নম্বর জার্সিতে অতীতে খেলতে দেখা গিয়েছে ক্লাবের বহু কিংবদন্তীকে। ম্যানচেস্টার ইউনাইটেড থেকে রিয়ালে যোগদানের পর নয় নম্বর জার্সি পেয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কারণ রোনাল্ডোর প্রিয় সাত নম্বর জার্সি তখন ছিল রাউলের দখলে। তিনি অবসর নেওয়ার পর নিজের প্রিয় সাত নম্বর জার্সি পান রোনাল্ডো। রিয়ালের আর এক কিংবদন্তী ফরাসি ফুটবলার করিম বেঞ্জেমাও দীর্ঘদিন নয় নম্বর জার্সি পরে খেলেছেন।

About Post Author