Home » T20 World Cup 2024 : বিশ্বকাপের সুপার আটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় আফগানিস্তানের, অঘটন কি ?

T20 World Cup 2024 : বিশ্বকাপের সুপার আটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় আফগানিস্তানের, অঘটন কি ?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৩ জুনঃ একদিনের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের দোড়গোড়া থেকে ফিরতে হয়েছিল আফগানিস্তানকে। সেই ম্যাচে জিতে আফগানদের ছিটকে দিয়ে সেমিফাইনালে উঠেছিল অজিরা। বাকিটা ইতিহাস। বিশেষজ্ঞদের একাংশ সেই হারকে অভিজ্ঞতার কাছে অনভিজ্ঞতার হার বলেও ব্যাখ্যা করেছিলেন। সেই হারের জ্বালা মেটাল পাঠানরা। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার আটে সেই অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালের আশা জিইয়ে রাখল আফগানিস্তান । গতবছর ভারতে অনুষ্ঠিত আইসিসি একদিনের বিশ্বকাপ জয়ীদের এই হারকে কি অঘটন বলা যায়?

কিংসটাউনের আর্নস ভ্যালে স্টেডিয়ামে টসে জিতে আফগানদের প্রথমে ব্যাট করতে পাঠান অজি অধিনায়ক মিচেল মার্শ। সেই সিদ্ধান্ত যে ভুল ছিল প্রমাণ করে দেন দুই আফগান ওপেনার রহমনুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জার্দান। প্রথম ১৫ ওভার এই দুজনকে আউট করতেই হিমশিম খেলেন অজি বোলাররা। দুজনে মিলে খেললেন ১১৮ রানের জুটি। প্রথমে শুরুটা একটু ধীরে হলেও ম্যাচ গড়ানোর সঙ্গে হাত খোলেন দুজনে। তাদের আগ্রাসী ব্যাটিং থেকে মুক্তি পেলেন না অস্ট্রেলিয়ার কোনও বোলার। অ্যাস্টন আগর ছাড়া প্রায় সকলেই ভাল রান দিলেন। গুরবাজের ব্যাট থেকে এল ৪৯ বলে ৬০ রান। ৪টি করে চার ও ছয় মারলেন নাইট তারকা। অন্য ওপেনার জার্ডান করলেন ৪৮ বলে ৫১ রান।  ৬টি চার মারলেন তিনি। এই দুজন ছাড়া আর কোনও আফগানিস্তান ব্যাটার উল্লেখযোগ্য রান পেলেন না। এদিন অ্যাস্টন আগার, ক্যামেরুন গ্রিনদের বাজে ফিল্ডিংয়ের খেসারত দিতে হয় অস্ট্রেলিয়াকে। নাহলে আরও অনেক কম রানে আফগানিস্তানকে আটকে দিতে পারত অজিরা। এদিন অস্ট্রেলিয়ার হয়ে হ্যাটট্রিক করেন প্যাট কামিন্স। একটি বিশ্বকাপে এর আগে একাধিক হ্যাটট্রিকের নজির গড়লেন।

আরও পড়ুন: T-20 World Cup 2024 : সুপার আটে বাংলাদেশকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের পথে ভারত

রান তাড়া করতে নেমে সুবিধে করতে পারলেন না কোনও ব্যাটার। দ্রুত ফেরেন দুই ওপেনার। ট্রাভিস হেড ফেরেন রানের খাতা না খুলে। ৩ রান করেন ডেভিড ওয়ার্নার। মিচেল মার্শও রান পাননি। মাত্র ১২ রান করেন অজি অধিনায়ক। একদিনের বিশ্বকাপের পুনরাবৃত্তি করার চেষ্টা করেছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। একা কুম্ভ হয়ে দুর্গ রক্ষা করার চেষ্টা করলেন। কিন্তু তাকে কেউ সঙ্গ দিলেন না। ৪১ বলে ৫৯ রান করেন ম্যাক্সওয়েল। কিন্তু গুলবাদিন নইবের বলে তিনি ফিরতে অস্ট্রেলিয়ার পরাজয় নিশ্চিত ছিল। মার্কোস স্টইনিস ১৭ বলে ১১ রান করলেন। বাকি আর কোনও ব্যাটার দুই অঙ্কের রান করতে পারলেন না। ১৯.২ ওভারে ১২৭ রানে শেষ হয়ে যায় ব্যাগি গ্রিনদের ইনিংস। আফগানদের হয়ে ৪ ওভার বল করে ২০ রান দিয়ে ৪ উইকেট নিলেন নইব। নবীন উল হক পেলেন ৩ উইকেট। এই জয়ের ফলে ভারতের গ্রুপের লড়াই আরও কঠিন হয়ে গেল।

About Post Author