স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৬ জুনঃ একটা জয় নাকি অনেক ব্যর্থতাকে ঢেকে দিতে পারে। কিন্তু বর্তমানে সোশ্যাল মিডিয়ার কী-বোর্ড ওয়ারিয়র্সদের সৌজন্যে তার জো নেই। ২০২২ সালে কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়। তারপরও সেই জয়ী দলের এক সদস্যকে নিয়ে কম সমালোচনা হয়নি। তিনি লাউতোরো মার্টিনেজ । দলের হয়ে বিশ্বকাপে অনেক গোলের সুযোগ নষ্ট করেন ইন্টার মিলানের তারকা। চলতি কোপা আমেরিকায় সেই মার্টিনেজের দাপটেই গ্রুপ পর্বের টানা দ্বিতীয় ম্যাচে জয় পেল আর্জেন্টিনা।
বুধবার সকালে আমেরিকার মেটলাইফ স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়নরা মুখোমুখি হয়েছিল চিলির। ২০১৫ ও ২০১৬ পরপর দু’বছর এই চিলির বিরুদ্ধে কোপা আমেরিকার ফাইনালে হারতে হয়েছিল মেসিদের। প্রথম বারের জন্য দেশের হয়ে বড় মাপের প্রতিযোগিতা জয়ের আশা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। দ্বিতীয়বার হারের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছিলেন এই প্রজন্মের অন্যতম সেরা ফুটবলার। সেই চিলির বিরুদ্ধে এদিনও বেশ লড়াই করেই জিততে হল। লিওনেল স্কালোনির দলের পক্ষে খেলার ফল ১-০। ম্যাচের অন্তিম সময়ে যখন সবাই প্রায় ধরেই নিয়েছিল এই খেলার নিষ্পত্তি ঘটবে না। তখনই দলের ত্রাতা হয়ে উঠলেন সেই মার্টিনেজ । ৮৮ মিনিটের মাথায় মেসির নেওয়া কর্নার বিপদমুক্ত করতে পারেননি চিলির ডিফেন্ডারেরা। সেই বল চলে আসে বক্সের মধ্যে অরক্ষিত থাকা লাউতারো মার্টিনেজের কাছ। ডান পায়ের শটে চিলির গোলরক্ষক ক্লদিও ব্রাভোকে পরাস্ত করেন ইন্টার তারকা।
গোটা ম্যাচে বলকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার লড়াইয়ে অনেকটাই এগিয়ে ছিল আর্জেন্টিনা। কিন্তু কিছুতেই চিলির গোলমুখ খুলতে পারেননি মেসিরা। কয়েকবার দলকে নিশ্চিত পতনের হাত থেকে বাঁচিয়ে দেন চিলির গোলরক্ষক ক্লদিও ব্রাভো। কিন্তু শেষ পর্যন্ত লাউতারোর শটে হার মানতে হল ৪১ বছরের গোলরক্ষককে। আর ম্যাচ থেকে পুরো ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়লেন মেসিরা। প্রথম ম্যাচে কানাডার বিরুদ্ধে ২-০ গোলে জয়ী হয়েছিল আর্জেন্টিনা। সেই ম্যাচেও গোল করেছিলেন মার্টিনেজ। দ্বিতীয় ম্যাচে চিলিকে হারাতেও বড় ভূমিকা নিলেন তিনি। ৬ পয়েন্ট নিয়ে এখন গ্রুপ শীর্ষে রয়েছেন মেসিরা। গ্রুপে তাঁদের শেষ ম্যাচ ৩০ জুন। প্রতিপক্ষ পেরু। কিন্তু তার আগেই নকআউটে নিজেদের জায়গা পাকা করে নিল আর্জেন্টিনা দল।
More Stories
দক্ষিণ আফ্রিকা লিগেও সৌরভ জোর টক্কর দিলেন সঞ্জীব গোয়েঙ্কার দলকে
পুজোর আগেই সিএবি সভাপতি পদে সৌরভ, কমিটিতে থাকছেন কারা?
আমিরশাহিকে ধরাশায়ী করে এশিয়া কাপের যাত্রা শুরু ভারতের