Home » Thiago Alcantara : পেশাদারী ফুটবলকে বিদায় জানালেন থিয়াগো

Thiago Alcantara : পেশাদারী ফুটবলকে বিদায় জানালেন থিয়াগো

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৮ জুলাইঃ পেশাদারী ফুটবলকে বিদায় জানালেন স্পেনের প্রাক্তন মিডফিল্ডার থিয়াগো আলকানতারা। গত রবিবার ইতালির সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো নিজের এক্স হ্যান্ডেলে এই খবরটি দিয়েছিলেন। সোমবার নিজের অবসরের কথা ঘোষণা করলেন থিয়াগো।

রবিবার নিজের এক্স হ্যান্ডেলে ফ্যাব্রিজিও লিখেছেন, “পেশাদার ফুটবল থেকে অবসর নিচ্ছেন থিয়াগো আলকানতারা। বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, লিভারপুল এবং স্পেনের প্রাক্তন ফুটবলার তাঁর সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। ফুটবলের প্রতি থিয়াগোর আবেগ এবং ভালবাসা অটুট রয়েছে, কারণ তিনি কয়েক মাস পরিকল্পনা করার পরে ফুটবলে নতুন অধ্যায়ের জন্য প্রস্তুত।”  বিশ্বফুটবলে রোমানোর বিশ্বাসযোগ্যতা প্রশ্নাতীত। অতীতেও ফুটবলারদের দলবদল সংক্রান্ত বা ফুটবল সংক্রান্ত খবর বিশ্বকে সবার আগে জানিয়েছেন ‘Here We Go’-এর প্রবক্তা। তাঁর এই খবরে সোমবার সিলমোহর দেন থিয়াগো। তিনি নিজের সোশ্যাল হ্যান্ডেলে লেখেন, “আমি সর্বদা যা পেয়েছি, তা ফিরিয়ে দিতে ইচ্ছুক এবং আমি যে সময়টি উপভোগ করেছি তার জন্য আমি কৃতজ্ঞ। ধন্যবাদ, ফুটবল। একজন ভালো খেলোয়াড় এবং ব্যক্তি হয়ে ওঠার পথে যারা আমাকে সঙ্গ দিয়েছেন তাঁদের ধন্যবাদ। শীঘ্রই আবার দেখা হবে, থিয়াগো।

আরও পড়ুনঃ CFL 2024 : সায়নের জোড়া গোলের সুবাদে ঘরের মাঠে পিছিয়ে পড়েও জর্জ টেলিগ্রাফকে হারাল ইস্টবেঙ্গল

থিয়াগো ব্রাজিলের ১৯৯৪ বিশ্বজয়ী ফুটবলার মাজিনহোর বড় ছেলে। ১৯৯১ সালে ইতালিতে জন্ম হলেও ব্রাজিলের বিখ্যাত ক্লাব ফ্ল্যামেঙ্গোর অ্যাকাডেমি থেকে তাঁর উত্থান। তারপর কয়েকটি ক্লাবের অ্যাকাডেমি ঘুরে তিনি যোগ দেন বার্সেলোনার অ্যাকাডেমি লা মাসিয়ায়। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। ২০০৮ সালে বার্সেলোনার হয়ে পেশাদার ফুটবলে হাতেখরি থিয়াগোর। ব্রাজিলের হয়ে খেলার সুযোগ থাকলেও স্পেনকে তিনি বেছে নিয়েছিলেন। ২০০৭ সাল থেকে স্পেনের বয়সভিত্তিক দলে খেলে অবশেষে ২০১১ সালে সুযোগ পান সিনিওর দলে। ২০২১ সালে দেশের জার্সিতে শেষ ম্যাচে খেলেন তিনি। বার্সেলোনার বড় দলে সুযোগ পান ২০০৯ সালে। ৬৮ ম্যাচ খেলে কাতালান ক্লাবের হয়ে সাতটি গোল করেছেন। ক্লাবটির হয়ে চারবার লা লিগা,  চ্যাম্পিয়ন্স লিগ, স্প্যানিশ সুপার কাপ ও ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতেন। ২০১৩ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেন থিয়াগো। বায়ার্নে সাত বছরের ক্যারিয়ারে সাতবার বুন্দেসলিগা ও একবার চ্যাম্পিয়ন্স লিগ জেতেন। বায়ার্নের হয়ে ১৫০ ম্যাচ খেলে ১৭ টি গোল করেছেন তিনি। ২০২০ সালে বায়ার্ন ছেড়ে যোগ দেন ইংল্যান্ডের লিভারপুলে। অলরেডদের হয়েও এফএ কাপ ও লিগ কাপের শিরোপা জিতেছেন তিনি। শেষ কয়েক মরশুমে  চোট আঘাতে প্রথম দলে অনিয়মিত হয়ে পড়েন। গত মরশুমে প্রতিযোগিতামূলক ফুটবলে সব মিলিয়ে মাত্র ৫ মিনিট খেলতে পেরেছেন তিনি। অবশেষে ৩৩ বছর বয়সে পেশাদার ফুটবলকে বিদায় জানাতে চলেছেন এই প্রজন্মের অন্যতম কুশলী এই মিডফিল্ডার।

About Post Author