Home » CFL 2024 : সায়নের জোড়া গোলের সুবাদে ঘরের মাঠে পিছিয়ে পড়েও জর্জ টেলিগ্রাফকে হারাল ইস্টবেঙ্গল

CFL 2024 : সায়নের জোড়া গোলের সুবাদে ঘরের মাঠে পিছিয়ে পড়েও জর্জ টেলিগ্রাফকে হারাল ইস্টবেঙ্গল

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৮ জুনঃ বড় ব্যবধানে জয় দিয়ে কলকাতা লিগ অভিযান শুরু করেছিল ইস্টবেঙ্গল । সেই জয়ের ধারা বজায় রাখল লাল-হলুদ ব্রিগেড। দ্বিতীয় ম্যাচেও জয় পেল বিনু জর্জের ছেলেরা। রবিবার ঘরের মাঠে তারা জর্জ টেলিগ্রাফকে হারিয়ে দিল ৩-১ গোলে। যদিও প্রথামার্ধের শেষে এক গোলে পিছিয়ে ছিল ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে তিন গোল করে ম্যাচ জিতে নেয় তারা।

আরও পড়ুনঃ Copa America 2024 : দশজনের উরুগুয়ের কাছে হেরে কোপার কোয়ার্টার থেকে বিদায় ব্রাজিলের

ঘরের মাঠে মরশুমের প্রথম ম্যাচে নেমেছিল ইস্টবেঙ্গল। ছুটির দিনে দলের খেলা উপভোগ করতে মাঠে হাজির হয়েছিল অনেক সমর্থকও। রিজার্ভ দলের ফুটবলারদের খেলা দেখতে উপস্থিত ছিলেন ইস্টবেঙ্গলের হেডস্যার কার্লেস কুয়াদ্রাত ও তাঁর সহকারীরা। ফলে নিজেদের প্রমাণ করে আইএসএলের দলে সুযোগ পাওয়ার বাড়তি তাগিদ দেখা গেল ইস্টবেঙ্গল ফুটবলারদের মধ্যে। প্রথম ম্যাচে ব্যারাকপুরের মাঠে টালিগঞ্জকে সাত গোলের মালা পরিয়েছিল ময়দানের অন্যতম প্রধান ক্লাব। সেই ম্যাচে দলে বেশ কয়েকটি পরিবর্তন করেন কোচ। প্রথম একাদশে তিনি সায়ন ব্যানার্জীকে রাখেননি। দলে রাখা হয়েছিল সার্থক গোলুইকে। প্রথমার্ধে বিশেষ সুবিধে করতে পারেনি ইস্টবেঙ্গল। ৩৪ মিনিটে দূরপাল্লার শটে গোল করে জর্জকে এগিয়ে দিয়েছিলেন অমিত এক্কা। চেষ্টা করেও বলের নাগাল পাননি গোলরক্ষক আদিত্য পাত্র।  

আরও পড়ুনঃ India vs Zimbabwe : অভিষেকের বিধ্বংসী শতরান, জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজে সমতা ভারতের

আরও পড়ুনঃ Optical Illusion: বু্দ্ধি প্রয়োগ করে নিচের ছবি দুটি থেকে ৫০ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে বার করতে পারবেন?

আরও পড়ুনঃ Copa America 2024 : পানামাকে হারিয়ে কোপার সেমিতে উরুগুয়ের সামনে ২৭ ম্যাচে অপরাজিত কলম্বিয়া

দ্বিতীয়ার্ধে মাস্টারস্ট্রোক দেন বিনো জর্জ। নামিয়ে দেন সায়নকে। তাতে ইস্টবেঙ্গলের আক্রমণে ধার বাড়ে। ৪৭ মিনিটে খেলায় সমতা ফেরান জেসিন টিকে। তাঁকে বলটি সাজিয়ে দেন সায়নই। বক্সের বাইরে থেকে বল ধরে তিনি ঢুকে পড়েন জর্জের বক্সে। তারপর ইনস্টেপ ও আউটস্টেপে বিপক্ষের চারজন ফুটবলারকে কাটিয়ে নেন। তারপর পাস দেন জেসিনের উদ্দেশ্যে। গোল করতে ভুল করেননি তিনি। ৬৫ মিনিটে নিজেই গোল করেন সায়ন। ক্রস থেকে আসা বল জালে জড়িয়ে দেন। এগিয়ে যায় ইস্টবেঙ্গল। ৮৯ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন সায়ন। তাতেই জর্জের যাবতীয় লড়াই শেষ হয়ে যায়।  

 

About Post Author