Home » Manchester United Transfer News : রিয়াল মাদ্রিদকে টেক্কা, ডিফেন্ডারদের ‘এমবাপ্পেকে’ তুলে নিল ম্যানচেস্টার ইউনাইটেড

Manchester United Transfer News : রিয়াল মাদ্রিদকে টেক্কা, ডিফেন্ডারদের ‘এমবাপ্পেকে’ তুলে নিল ম্যানচেস্টার ইউনাইটেড

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৮ জুলাইঃ দলবদলের বাজারে ঘর গোছানোর কাজ শুরু করে দিয়েছে ইংল্যান্ডের খ্যাতনামা ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ইতিমধ্যে বুলহোনা থেকে ডাচ স্ট্রাইকার জোশুয়া জিরকজিকে দলে নিয়েছে তারা। এবার লিলি ওএসসি থেকে প্রতিভাবান ডিফেন্ডার লেনি ইয়োরোকে তুলে নিল রেড ডেভিলরা। ১৮ বছরের ফরাসি ফুটবলারকে দলে পেতে লড়াইয়ে নেমেছিল রিয়াল মাদ্রিদও। কিন্তু শেষ পর্যন্ত ইংল্যান্ডের ক্লাবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিলেন লেনি।

ইতালির সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছেন, “প্রথম পর্বের শারীরিক পরীক্ষার পর ইয়োরোর সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের চুক্তি সম্পন্ন হয়েছে। এখনও অনেক পর্যায়ের শারীরিক পরীক্ষা হবে। তারপর ইউনাইটেডের সঙ্গে পাঁচ বছরের চুক্তি সাক্ষর করবেন লেনি। যা ২০২৯ সালের জুন মাস পর্যন্ত বৈধ থাকবে। লিলি ও ম্যানচেস্টার ইউনাইটেডের  সমস্ত নথি তৈরি করা হয়ে গিয়েছে। ৫০ মিলিয়ন ইউরোর সঙ্গে কিছু বাড়তি অর্থের বিনিময়ে এই চুক্তি হতে চলেছে।”

লিলির এই ফুটবলারকে নেওয়ার ব্যাপারে আগ্রহ দেখায় স্পেনের ঐতিহ্যশালী ক্লাব রিয়াল মাদ্রিদও। তারা এই ফুটবলারকে ‘ডিফেন্ডারদের এমবাপ্পে’-র তকমা দেন। প্রথম দিকে ফুটবলারটিও রিয়ালে যোগ দেওয়ার ব্যাপারে বেশি উৎসাহী ছিলেন। কিন্তু স্প্যানিশ জায়ান্টসরা এই ফুটবলারের জন্য ২০-২৫ মিলিয়ন ইউরোর বেশি ট্রান্সফার ফি বরাদ্দ করতে চায়নি। কারণ সদ্য অতীত হওয়া ক্লাব লিলির সঙ্গে লেনির মাত্র একবছরের চুক্তি অবশিষ্ট ছিল। ফলে রিয়াল ভেবেছিল পরের মরশুমে বিনা ট্রান্সফার ফি-তে আগামী প্রজন্মের অন্যতম সেরা এই প্রতিভাকে দলে নেবে। কিন্তু সেই সুযোগকে কাজে লাগায় ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানেজমেন্ট। ৫০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ফ্রান্সের ক্লাবের সঙ্গে চুক্তি করে নেয় তারা। পরে ফুটবলার ও তাঁর এজেন্ট জর্জ মেন্ডেসকে নিজেদের নতুন প্রোজেক্টে সন্তুষ্ট করিয়ে ফুটবলারের সম্মতি আদায় করে নেয়।  

আরও পড়ুনঃ Argentina Football Team : মারাত্মক অভিযোগ মেসিদের বিরুদ্ধে, ফিফার দ্বারস্থ হল এমবাপ্পের দেশ

২০১৭ সালে ফ্রান্সের নামী ক্লাব লিলির অ্যাকডেমিতে যোগ দেন লেনি ইয়োরো। তারপর অ্যাকাডেমী থেকে সুযোগ পান ক্লাবের দ্বিতীয় সারির দলে। ২০২২ সালে বড়দের দলে ডাক পান ইয়োরো। ক্লাবের হয়ে ৪৬ ম্যাচ খেলে ফেলেছেন। এছাড়াও নিজের দেশের হয়েও বয়সভিত্তিক প্রতিযোগিতায় নিয়মিত খেলছেন। এখন ম্যানচেস্টারে অষ্টাদশীর নতুন ইনিংস কীরকম হয় সেদিকে নজর থাকবে সকলের।

About Post Author