স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৯ জুলাইঃ গত একমাস ধরে ফুটবল জ্বরে কাঁপছিল বিশ্ব। একদিকে ইউরো কাপে নেমেছিলেন এমবাপ্পে, ল্যামিন ইয়ামাল, লুকা মদ্রিচের মত তারকারা। অন্যদিকে, কোপা আমেরিকার লড়াইয়ে দেখা গিয়েছে মেসি, সুয়ারেজ, ভিনিসিয়াস জুনিয়রদের। দুটি প্রতিযোগিতার রেশ কাটতে না কাটতেই শুরু হতে চলেছে অলিম্পিক্স । যেখানেও অন্যতম গুরুত্বপূর্ণ ইভেন্ট ফুটবল। এবারের প্রতিযোগিতায় মোট ১৬ টি দলকে খেলতে দেখা যাবে। সদ্য কোপা জয়ী আর্জেন্টিনা, ইউরো জয়ী স্পেন-সহ ফ্রান্স, জাপান, প্যারাগুয়ের মত দলেরা রয়েছেন। কিন্তু আসন্ন অলিম্পিক্স ফুটবলে যোগ্যতা অর্জন করতে পারেনি পাঁচ বারের বিশ্বজয়ী ব্রাজিল, জার্মানি, ইতালির মত হেভিওয়েট দলগুলি।
আর্জেন্টিনা, স্পেন, ফ্রান্স অলিম্পিক্সে যোগ্যতা অর্জন করলেও তাদের তারকাদের খেলতে দেখা যাবেনা। নিয়ম অনুযায়ী অনূর্ধ্ব-২৩ দলকে এই প্রতিযোগিতায় খেলানো হয়। দলের সঙ্গে সর্বাধিক তিনজন সিনিওর ফুটবলার থাকতে পারেন। যেরকম ফ্রান্স দলের হয়ে খেলতে দেখা যাবে আলেক্সান্ডার লাকাজেটেকে। ৩৩ বছরের লিয়ঁ-র এই স্ট্রাইকারকে ইউরো কাপের আসরে দেখা যায়নি। দলের আক্রমণের নেতৃত্বে থাকবেন তিনি। লাকাজোটের সঙ্গে দলে রয়েছেন লয়েক বাদে ও জঁ ফিলিপ মাতেতা। আর্জেন্টিনা দলে জায়গা পেয়েছেন মোট চারজন বিশ্বজয়ী ফুটবলার। সিনিওরদের মধ্যে রয়েছেন গোলরক্ষক জেরোনিমিনো রুলি, অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডির সঙ্গে দলে রয়েছেন ম্যানচেস্টার সিটির তারকা হুলিয়ান আলভারেজ। ইউরো জয়ী স্পেন দলের তিন সিনিওর ফুটবলার হলেন- হুয়ান মিরান্ডা, সের্জিও গোমেজ ও অ্যাবেল রুই।
আরও পড়ুনঃ Greg Stewart : ডার্বি জেতার টানেই এসেছি, মোহনবাগানে যোগ দিয়ে জানালেন স্টুয়ার্ট
একনজরে দেখে নেওয়া যাক কোন গ্রুপে রয়েছে কোন দলঃ
গ্রুপ-এ | গ্রুপ-বি | গ্রুপ-সি | গ্রুপ-ডি | |
ফ্রান্স | আর্জেন্টিনা | স্পেন | জাপান | |
নিউজিল্যান্ড | মরোক্কো | মিশর | প্যারগুয়ে | |
গায়ানা | ইউক্রেন | উজবেকিস্তান | মালি | |
মার্কিন যুক্তরাষ্ট্র | ইরান | ডমিনিকান রিপাব্লিক | ইজরায়েল |
More Stories
দক্ষিণ আফ্রিকা লিগেও সৌরভ জোর টক্কর দিলেন সঞ্জীব গোয়েঙ্কার দলকে
পুজোর আগেই সিএবি সভাপতি পদে সৌরভ, কমিটিতে থাকছেন কারা?
আমিরশাহিকে ধরাশায়ী করে এশিয়া কাপের যাত্রা শুরু ভারতের