Home » Women Asia Cup : পাকিস্তানকে উড়িয়ে মহিলাদের এশিয়া কাপে যাত্রা শুরু ভারতের

Women Asia Cup : পাকিস্তানকে উড়িয়ে মহিলাদের এশিয়া কাপে যাত্রা শুরু ভারতের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২০ জুলাইঃ পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি এশিয়া কাপের যাত্রা শুরু করল ভারতীয় মহিলা ক্রিকেট দল। শুক্রবার শ্রীলঙ্কার রাংগিরি ডাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে ৭ উইকেটে জিতলেন হরমনপ্রীত কৌররা। প্রথমে ব্যাট করার সুযোগ পেয়ে ১৯.২ ওভারে ১০৮ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। জবাবে ভারতের মেয়েরা ১৪.১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের রান তুলে নেন।

আইসিসি প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে বরাবর আধিপত্য দেখিয়েছে ভারত। পুরুষদের শেষ একদিন ও টি-টোয়েন্টি বিশ্বকাপেও বাবর আজমদের বিরুদ্ধে দাপট দেখিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। মহিলাদের এশিয়া কাপ টি-টোয়েন্টিতেও সেই ধারা অব্যাহত রাখলেন হরমনপ্রীত কৌররা। টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন পাকিস্তান অধিনায়ক নিদা দর। কিন্তু ভারতীয় বোলারদের দাপটে প্রথমে ব্যাট করেও সুবিধা করতে পারলেন না তারা। দীপ্তি শর্মা, রেণুকা সিংহ, পূজা বস্ত্রকারদের সামনে পুরো ২০ ওভারের আগেই শেষ হয়ে গেল পাকিস্তানের ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ রান করলেন তিন নম্বরে নামা সিদরা আমিন। ৩৫ বলে ২৫ রান করলেন তিনি। এছাড়া উল্লেখযোগ্য রান করেন তুবা হাসান ও ফতিমা সানা। দুজনেই ২২ করে রান করেন। ভারতের সফলতম বোলার দীপ্তি শর্মা। ২০ রান খরচ করে ৩ উইকেট নিলেন তিনি। রেণুকা, শ্রেয়াঙ্কা ও পূজার ঝুলিতে গিয়েছে  দুটি করে উইকেট।

আরও পড়ুনঃ East Bengal : সমর্থকদের সামনে প্রকাশ্যে আনা হল জিকসনকে, পুলিশকে ছয় গোলের মালা পরাল ইস্টবেঙ্গল

আরও পড়ুনঃ Optical Illusion: দৃষ্টিশক্তি গোয়েন্দাদের মত হলে ছবি দুটি থেকে ৩৫ সেকেন্ডে ৩ টি পার্থক্য খুঁজে ধাঁধার সমাধান করে দেখান

আরও পড়ুনঃ Greg Stewart : ডার্বি জেতার টানেই এসেছি, মোহনবাগানে যোগ দিয়ে জানালেন স্টুয়ার্ট

জয়ের জন্য ভারতীয় দলের সামনে লক্ষ্য ছিল ১০৯ রান। ওভার প্রতি ৫ রানের কিছু বেশি তুলতে হত। কিন্তু শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন দুই ওপেনার স্মৃতি মন্ধানা এবং শেফালি বর্মা। ৯.৩ ওভারের মধ্যে প্রথম উইকেটের জুটিতে তাঁরা যোগ করেন ৮৫ রান। স্মৃতির ব্যাট থেকে আসে ৩১ বলে ৪৫ রান। শেফালি খেলেন ২৯ বলে ৪০ রানের ইনিংস। যখন মনে হচ্ছিল উইকেট না হারিয়ে ম্যাচ পকেটে পুরবে ভারত। তখন তাড়াহুড়ো করতে গিয়ে আউট হন দুই ওপেনার। তিন নম্বরে নেমে দয়ালান হেমলতা ১১ বলে ১৪ রান করে ফেরেন। তখন জয়েরপ জন্য ৪৬ বলে ৭ রান দরকার ছিল। শেষ পর্যন্ত হরমনপ্রীত এবং জেমাইমা রদ্রিগেজ অপরাজিত থেকে দলকে জয় এনে দেন। ৫ রানে অপরাজিত ইনিংস ছিলেন ভারতীয় দলের অধিনায়ক। জেমাইমা করেন ৩ বলে ৩ রান। পাকিস্তানের হয়ে শাহ ৯ রানে ২ উইকেট নিলেন সৈয়দা আরুব। ভারতের দুই ওপেনারকেই তিনি ফেরান। নাশরা সান্ধু ১ উইকেট নিলেন ১৯ রান দিয়ে। ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন দীপ্তি শর্মা।

About Post Author