Home » La Liga: জয় দিয়ে বার্সেলোনায় শুরু হল ফ্লিক জমানা

La Liga: জয় দিয়ে বার্সেলোনায় শুরু হল ফ্লিক জমানা

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৮ অগস্ট: জয় দিয়ে লা লিগা অভিযান শুরু করল বার্সেলোনা। শনিবার ঘরের মাঠে তারা হারিয়ে দিল ভ্যালেন্সিয়াকে। কাতালান ক্লাবটি জয় পেয়েছে ২-১ গোলে। মরশুমের প্রথম ম্যাচেই জোড়া গোল করলেন পোল্যান্ডের তারকা ফুটবলার রবার্ট লেভানদস্কি। বার্সেলোনার কোচ হিসেবে প্রথম ঘরোয়া লিগের ম্যাচে জয় পেলেন হ্যানসি ফ্লিক ।

শনিবার থেকে শুরু হল লা লিগা। প্রথম দিনেই মাঠে নামল এফসি বার্সেলোনা। জার্মান কোচ হ্যান্সি ফ্লিকের অধীনে এটাই ছিল তাদের প্রথম ঘরোয়া ম্যাচ। ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে সেই ম্যাচে জয় পেয়েই মাঠ ছাড়ল কাতালোনিয়ার ক্লাবটি। স্পেনের হয়ে ইউরো জয়ী দলের অন্যতম সেরা তারকা ল্যামিন ইয়ামালকে প্রথম একাদশে রেখে দল সাজিয়েছিলেন ফ্লিক । এই সতেরো বছরের ফুটবলারের উপর অনেক আশা রয়েছে বার্সেলোনা সমর্থকদের। অনেকে তাঁর সঙ্গে মিল খুঁজে পান ক্লাবের কিংবদন্তি লিওনেল মেসির। শনিবারও দলের হয়ে অনবদ্য ফুটবল খেলেন ইয়ামাল। প্রথমার্ধের সংযুক্ত সময় তাঁর বাড়ানো পাস থেকেই গোল করেন লেভানদস্কি। তার আগে যদিও হুগো দুরোর গোলে এগিয়ে গিয়েছিল ভ্যালেন্সিয়া। লেভানদস্কির গোলে সমতা ফেরায় বার্সা। প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ গোলে।

আরও পড়ুন: OPTICAL ILLUSION: কঠিন ধাঁধা, ৫০ সেকেন্ডে নিচের ছবি দুটি থেকে ৩ টি পার্থক্য খুঁজে বের করুন

আরও পড়ুন: Premier League: সালাহ ম্যাজিকে জয় লিভারপুলের, জিতল আর্সেনালও

আরও পড়ুন: Kolkata Derby: আরজিকর আবহে বাতিল ডুরান্ডের ডার্বি, কোয়ার্টারে পৌঁছে গেল দুই প্রধান

দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণে ঝাঁজ বাড়ায় ফ্লিকের শিষ্যরা। দ্বিতীয় গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাঁদের। বক্সের মধ্যে রাফিনহাকে ফাউল করলে পেনাল্টি পায় বার্সা। স্পট কিক থেকে গোল করতে ভুল করেননি পোল্যান্ডের অভিজ্ঞ স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ানোর একাধিক সুযোগও পায় বার্সেলোনা। কিন্তু কাজে লাগাতে পারেনি। ইয়ামালের থেকে বল পেয়ে বিপক্ষের গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি ফেরান তোরেস। শেষ পর্যন্ত পিছিয়ে থেকেও ২-১ গোলে জিতে মাঠ ছাড়ে বার্সেলোনা। ম্যাচে শেষে ইয়ামালের প্রশংসা শোনা গিয়েছে জার্মান কোচের গলায়। তিনি বলেন, “ও একজন অসাধারণ খেলোয়াড়। আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই তাঁর খেলা দেখতে চায়। সেজন্য তারা এখানেও তাকে অভ্যর্থনা জানিয়েছে।” দলের সার্বিক পারফরম্যান্স নিয়ে তিনি জানিয়েছেন, “জয় দিয়ে শুরু করা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমার্ধে অনেক ভুল হয়েছে। কিন্তু দ্বিতীয়ার্ধে ভাল খেলেছি। হাফ টাইমের ঠিক আগের গোলটি ছিল খুবই গুরুত্বপূর্ণ।”

About Post Author