স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৮ অগস্টঃ লা লিগায় জয়ের হ্যাটট্রিক বার্সেলোনার। মঙ্গলবার মধ্যরাতে এস্তেডিও দ্যা ভ্যালেকাসে রায়ো ভায়েকানোর বিরুদ্ধে জয় পেল তারা। খেলার ফল কাতালানদের পক্ষে ২-১। যদিও খেলা শুরুর দশ মিনিটের মধ্যে পিছিয়ে পড়ে হ্যান্সি ফ্লিকের দল। কিন্তু দ্বিতীয়ার্ধে বার্সার হয়ে গোল করেন পেড্রি ও ড্যানি ওলমো। প্রায় দশ বছর পর ক্লাবে প্রত্যাবর্তন করেই গোল করে দলকে জেতালেন ওলমো ।
প্রায় সাত বছর বার্সেলোনার অ্যাকাডেমি লা মাসিয়ায় কাটানোর পর ২০১৪ সালে ক্লাব ছেড়েছিলেন। প্রথমে ডাইনামো জারগেব ও পরে আরবি লিপজিগ ঘুরে প্রায় দশ বছর পর ফিরলেন নিজের পুরনো ক্লাবে। ২৬ বছর বয়সে ইতিমধ্যে ইউরোপের বিভিন্ন লিগে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। সদ্য দেশের হয়ে জিতেছেন ইউরো কাপ। এবার নিজের শৈশব ক্লাবে ফিরেই প্রত্যাবর্তন ম্যাচকে স্মরণীয় করে রাখলেন ড্যানি ওলমো।
রায়ো ভায়েকানোর মাঠে খেলতে নেমে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে বার্সেলোনা। ৯ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন উনাই লোপেজ।পিছিয়ে পড়ার পরও প্রথমার্ধে খুব একটা সুযোগ তৈরি করতে পারেননি ফ্লিকের শিষ্যরা। ১৯ মিনিটে ইনিগো মার্তিনেস শট আটকে দেন ভায়েকানোর গোলরক্ষক।৩৭ মিনিটে লামিনে ইয়ামালের শটও নিশানায় থাকেনি। ০-১ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় বার্সেলোনাকে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ফেরান তরেসের পরিবর্তে ওলমোকে নামিয়ে মাস্টারস্ট্রোক দেন ফ্লিক। মরশুমের শুরুতে নিজের পুরনো ক্লাবে ফিরলেও রেজিস্ট্রেশন না হওয়ায় প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি। কিন্তু সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করলেন স্প্যানিশ মিডফিল্ডার। ওলমো মাঠে নামতেই মাঝমাঠ আরও জমাট বাধে বার্সার। ৬০ মিনিটে খেলায় সমতা ফেরায় হ্যান্সি ফ্লিকের ছেলেরা। রাফিনিয়ার পাস থেকে বল পেয়ে বা পায়ের দুর্দান্ত শটে গোল করেন পেদ্রি। এরপর এগিয়ে গিয়েছিল বার্সেলোনা। রবার্ট লেভানডস্কি গোল করে দলকে এগিয়ে দেন। যদিও ফাউলের জন্য সেই গোল বাতিল করেন রেফারি। ৮২ মিনিট পর্যন্ত খেলার ফল ছিল ১-১। অনেকেই ভাবতে শুরু করেছিলেন ম্যাচ গড়াচ্ছে ড্রয়ের দিকে। সেই সময় দলের হয়ে জয়সূচক গোলটি করেন ওলমো। লামিনে ইয়ামালের বাড়ানো পাসে শট নিয়ে লক্ষ্যভেদ করেন তিনি। এরপর আর সমতায় ফিরতে পারেনি ম্যাচের আয়োজকরা। ২০১৮ সালের পর ভায়েকানোর মাঠে এটি কাতালানদের প্রথম জয়।
More Stories
দক্ষিণ আফ্রিকা লিগেও সৌরভ জোর টক্কর দিলেন সঞ্জীব গোয়েঙ্কার দলকে
পুজোর আগেই সিএবি সভাপতি পদে সৌরভ, কমিটিতে থাকছেন কারা?
আমিরশাহিকে ধরাশায়ী করে এশিয়া কাপের যাত্রা শুরু ভারতের