Home » FC BARCELONA: ভিয়ারিয়েলের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় বার্সেলোনার

FC BARCELONA: ভিয়ারিয়েলের বিরুদ্ধে বড় ব্যবধানে জয় বার্সেলোনার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৩ সেপ্টেম্বরঃ হার দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করতে হয়েছে। কিন্তু লা লিগায় এখনও অপ্রতিরোধ্য বার্সেলোনা। টানা ষষ্ঠ ম্যাচে জয় পেল তারা। রবিবার ভিয়ারিয়েলকে তাদের ঘরের মাঠে বড় ব্যবধানে হারাল হ্যান্সি ফ্লিকের ছেলেরা। ম্যাচের ফল কাতালান ক্লাবের পক্ষে ৫-১। তবে বড় ব্যবধানে জিতলেও গোলরক্ষকের চোটে চিন্তায় বার্সেলোনার কোচ।

রবিবার এল মাদ্রিগালে ভিয়ারিয়েলের বিরুদ্ধে শুরু থেকেই আগ্রাসী ফুটবল খেলে ফ্লিক ব্রিগেড। গোলের খাতা খুলতে সময় লাগে মাত্র ২০ মিনিট। স্প্যানিশ মিডফিল্ডার পাবলো টোরের বাড়ানো পাস থেকে গোল করেন পোল্যান্ডের তারকা স্ট্রাইকার রবার্ট লেভানডস্কি। ১-০ গোলে এগিয়ে যায় বার্সা। ৩৫ মিনিটের মাথায় বার্সেলোনার হয়ে ফের ব্যবধান বাড়ান তিনি। ইয়ামালের বাঁ-পায়ের বাড়ানো ক্রসে হেড করেন গার্সিয়া। সেই বল বিপদমুক্ত করতে পারেননি ভিয়ারিয়েলের ডিফেন্ডাররা। ফিরতি বলে গোলের সামনে থেকে ওভারহেড শটে গোল করেন লেভানডস্কি। ৩৭ মিনিটে একটি গোল শোধ করে হলুদ জার্সিধারীরা। পেপের বাড়ানো পাস থেকে গোল করেন আয়োজে পেরেজ। ৪২ মিনিটে ম্যাচে সমতায় ফেরানোর সুবর্ণ সুযোগ চলে এসেছিল স্বাগতিকদের কাছে। কিন্তু বার্সা গোলরক্ষককে অরক্ষিত পেয়েও গোল করতে পারেননি পেপে।

৫৭ মিনিটে আবার গোল পায় বার্সেলোনা। বক্সের মধ্যে থেকে বাঁ পায়ের দুরন্ত শটে গোল করেন পাবলো। ৬৩ মিনিটে বক্সের মধ্যে ইয়ামালকে ফাউল করলে পেনাল্টি পায় বার্সা। কিন্তু গোল করতে পারেননি লেভাডস্কি। তাঁর নেওয়া শট পোস্টে লেগে বাইরে চলে যায়। দলের চতুর্থ গোলের পাশাপাশি নিজের হ্যাটট্রিকের সুযোগ নষ্ট করেন পোলিশ স্ট্রাইকার। যদিও পরের গোলের জন্য খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি কাতালান ব্রিগেডকে। ৭৫ মিনিটের মাথায় বক্সের মধ্যে থেকে জোরালো শটে গোল করেন রাফিনহা। ৮৩ মিনিটে আবার তাঁর করা গোলেই ব্যবধান ৫-১ করে বার্সেলোনা।

আরও পড়ুনঃ East Bengal: দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামবে ইস্টবেঙ্গল, কেরালার বিরুদ্ধে অভিষেক হতে পারে আনোয়ারে

এদিন বড় ব্যবধানে জিতলেও স্বস্তিতে মাঠ ছাড়তে পারলেন না হ্যান্সি ফ্লিক। কারণ দলের গোলরক্ষকের চোট। প্রথমার্ধের শেষের দিকে কর্ণার থেকে বল ধরতে গিয়ে বাজে ভাবে মাটিতে পড়ে যান গোলরক্ষক আন্দ্রে টের-স্টেগান। চোট পান হাঁটুতে। খেলা চালিয়ে যেতে পারেননি। স্ট্রেচারে করে জার্মান গোলরক্ষককে নিয়ে যাওয়া হয় মাঠের বাইরে। ম্যাচ শেষে বার্সা কোচ জানিয়েছেন আন্দ্রের চোট বেশ গুরুতর। আগামী কয়েক মাস তাঁকে পাওয়া যাবেনা। ফলে জয়ের মধ্যেও দলের নির্ভরযোগ্য গোলরক্ষকের চোট চিন্তা বাড়াবে দলের।

About Post Author