স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩০ সেপ্টেম্বরঃ শেষ ম্যাচে ওসাসুনার কাছে বিধ্বস্ত হয়েছে লা লিগায় শীর্ষে থাকা বার্সেলোনা। মাদ্রিদ ডার্বিতে রিয়াল ও অ্যাটলেতিকোর কাছে সুযোগ ছিল পয়েন্টের ব্যবধান কমিয়ে নেওয়ার। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে পারল না তারা। রবিবার এস্তাদিও মেট্রোপলিটানোতে এই দ্বৈরথ শেষ হল অমীমাংসিত। রিয়াল মাদ্রিদ প্রথমে গোল করে এগিয়ে গিয়েছিল। শেষের দিকে সেই গোল শোধ করে দেয় স্বাগতিকরা। ম্যাচের মধ্যে দুই দলের সমর্থকদের ঝামেলায় প্রায় ২০ মিনিট ম্যাচ বন্ধ ছিল।
দলের ফরাসি তারকা এমবাপ্পেকে ছাড়াই মাদ্রিদ ডার্বিতে মাঠে নেমেছিল রিয়াল। দলের আক্রমণভাগের দায়িত্বে ছিলেন ভিনিসিয়াস জুনিয়র ও রড্রিগো। কিন্তু প্রথমার্ধে বিশেষ সুবিধে করতে পারেননি কার্লো আন্সেলোত্তির ছেলেরা। দু’বার গোল করার পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রথমবার ভেলভের্দের দূরপাল্লার শট রুখে দেন অ্যাটলেটিকো গোলরক্ষক ওব্ল্যাক। রিয়ালের হয়ে দ্বিতীয় সুযোগটি তৈরি করেছিলেন জুড বেলিংহাম। কিন্তু সিমিওনের দলকে এ বারও বাঁচিয়ে দেন ওব্ল্যাক। অন্যদিকে, অ্যাটলেতিকোর হয়ে সুযোগ তৈরি করেছিলেন হুলিয়ান আলভারেজ। কিন্তু রিয়ালের গোলরক্ষক থিবু কুর্তোয়াকে পরাস্ত করতে পারেননি।
আরও পড়ুনঃ Sri Lanka VS New Zealand: নিউ জিল্যান্ডকে উড়িয়ে ১৫ বছর পর টেস্ট সিরিজ জয় শ্রীলঙ্কার
দ্বিতীয়ার্ধে কয়েকটি পরিবর্তন করেন অ্যাটলেতিকো কোচ দিয়েগো সিমিওনে। সেই সুযোগকে কাজে লাগিয়ে গোল করার মরিয়া চেষ্টা করতে থাকেন ভিনি, বেলিংহামরা। ৬৪ মিনিটে অবশেষে অ্যাটলেটিকোর গোলরক্ষককে পরাস্ত করতে সক্ষম হন তাঁরা। জোরালো শটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন মিলিতাও। প্রথম গোলের চার মিনিটের মধ্যে খেলা বন্ধ করতে হয় দর্শকদের ঝামেলার জন্য। রিয়ালের গোলরক্ষককে লক্ষ্য করে বিভিন্ন জিনিস ছুঁড়তে থাকেন অ্যাটলেতিকো সমর্থকরা। প্রায় কুড়ি মিনিট বন্ধ রাখার পর আবার খেলা চালু করেন ম্যাচ অফিশিয়ালরা। শেষের দিকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে অ্যাটলেতিকো। তবে নির্ধারিত সময়ে গোলের দেখা পায়নি তারা। একটা সময় মনে হচ্ছিল পুরো তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়বে রিয়াল। তখনই গোল করে স্বাগতিকদের ম্যাচে সমতায় ফেরান পরিবর্ত হিসেবে নামা অ্যাঞ্জেল কোরেয়া। শেষ মুহূর্তে লালকার্ড দেখে মাঠ ছাড়েন লোরেন্তে। শেষ পর্যন্ত ম্যাচ শষ হয় ১-১ গোলে।
এই ড্রয়ের ফলে ৮ ম্যাচে ১৮ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রইল রিয়াল। সমসংখ্যক ম্যাচে ১৬ পয়েন্ট পেয়ে তিন নম্বরে অ্যাটলেটিকো। শেষ ম্যাচে হারলেও ৮ ম্যাচে ২১ পয়েন্ট পেয়ে লিগ শীর্ষে বার্সেলোনা।
More Stories
দক্ষিণ আফ্রিকা লিগেও সৌরভ জোর টক্কর দিলেন সঞ্জীব গোয়েঙ্কার দলকে
পুজোর আগেই সিএবি সভাপতি পদে সৌরভ, কমিটিতে থাকছেন কারা?
আমিরশাহিকে ধরাশায়ী করে এশিয়া কাপের যাত্রা শুরু ভারতের