Home » UEFA CHAMPIONS LEAGUE: চ্যাম্পিয়ন্স লিগে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে হার রিয়াল ও বায়ার্নের

UEFA CHAMPIONS LEAGUE: চ্যাম্পিয়ন্স লিগে দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে হার রিয়াল ও বায়ার্নের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩ অক্টোবরঃ চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দুই সফলতম দল। একটি দল রেকর্ড পনেরো বার ইউরোপীয় সেরার খেতাব জিতেছে। অন্য দলটি ইউরোপের সেরা হয়েছে মোট ছয়বার। কিন্তু বুধবার রাতে এই দুই দলকেই মুখ থুবড়ে পড়তে হল দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে। একদিকে ফ্রান্সের ক্লাব লিলের বিরুদ্ধে ০-১ গোলে হারল রিয়াল মাদ্রিদ। অন্যদিকে ইংল্যান্ডের ক্লাব অ্যাস্টন ভিয়ার কাছে একই ব্যবধানে পরাজিত হল জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। তবে এখানেই অঘটনের শেষ নয়। পর্তুগালের ক্লাব বেনফিকার বিরুদ্ধে ০-৪ গোলে চূর্ণ হল স্পেনের আর এক শক্তিশালী ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদও।

আরও পড়ুনঃ Jasprit Bumrah: সতীর্থ অশ্বিনকে টেক্কা, টেস্ট ক্রিকেটে ফের এক নম্বর বুমরা

চ্যাম্পিয়ন্স লিগে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। প্রথম ম্যাচে ভিএফবি স্টুটগার্টের বিরুদ্ধে জয়ের পর লিলের বিরুদ্ধে হারতে হল কার্লো আন্সেলোত্তির দলকে। প্রথমার্ধের সংযুক্ত সময়ে বক্সের মধ্যে হ্যান্ডবল করেন এডুয়ার্ডো ক্যামাভিঙ্গা। পেনাল্টি পায় লিলে। ম্যাচের একমাত্র গোলটি করে দলের জয় নিশ্চিত করেন জোনাথন ডেভিড। দ্বিতীয়ার্ধে এমবাপ্পেকে নামিয়েও সমতায় ফিরতে পারেনি রিয়াল। অনবদ্য ফুটবল খেলেন লিলের গোলরক্ষক লুকাস শেভালিওর। এই হারের পর সবধরনের প্রতিযোগিতায় রিয়ালের ৩৬ ম্যাচ পর হারের মুখ দেখল আন্সেলোত্তি ব্রিগেড।

আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: প্রখর দৃষ্টিশক্তি দিয়ে নিচের ছবি দুটি থেকে ৫০ সেকেন্ডে তিনটি পার্থক্য খুঁজে দেখান

৯ গোল দিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শুরু করা বায়ার্নকেও দ্বিতীয় ম্যাচে হারের সাক্ষী থাকতে হল। অ্যাস্টন ভিয়ার বিরুদ্ধে হারতে হল হ্যারি কেনদের। গোটা ম্যাচে সিংহভাগ দাপট দেখিয়েও গোলের খাতা খুলতে পারেনি জার্মান জায়ান্টরা। অন্যদিকে  ম্যাচের ৭৯ মিনিটে গোল করে ইংল্যান্ডের ক্লাবকে এগিয়ে দেন পরিবর্ত হিসেবে নামা জন ডুরান। আগুয়ান বায়ার্ন গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের মাথার উপর দিয়ে বল পাঠিয়ে দেন জালে। তবে ভিয়ার এই জয়ের কৃতিত্ব অনেকটাই তাদের গোলরক্ষক এমিলিয়ানো ডিবু মার্টিনেজের। এদিন নিজের ক্লাবের হয়ে মোট সাতটি দুরন্ত সেভ করেন তিনি। তাঁর সৌজন্যেই একটিও গোল হজম না করে মাঠ ছাড়তে পারে উনাই এমরির দল।  ১৯৮২ সালে ইউরোপিয়ান কাপের ফাইনালে বায়ার্নকে ১-০ গোলে হারিয়েছিল অ্যাস্টন ভিয়া। বুধবার ফের একই ব্যবধানে জিতে চল্লিশ বছরের পুরনো স্মৃতি ফেরালেন ডিবু মার্টিনেজরা।

About Post Author