স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৪ অক্টোবরঃ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপের ডু অর ডাই ম্যাচে হার ভারতের । রবিবার শারজায় অস্ট্রেলিয়ার কাছে ৯ রানে হেরে গেল তারা। এ গ্রুপের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে বড় ব্যবধানে হেরে গিয়েছিল উইমেন ইন ব্লু ব্রিগেড। পরের দুটি ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কাকে হারালেও, সেমিফাইনালে যাওয়ার জন্য অস্ট্রেলিয়াকে হারাতেই হত ভারতকে। কিন্তু লড়াই করেও শেষরক্ষা হল না। যদিও অজিদের বিরুদ্ধে হারলেও প্রতিযোগিতা থেকে এখনও সম্পূর্ণ ছিটকে যায়নি ভারত। চার ম্যাচে চার পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে। সোমবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তান জিতলে সেমিফাইনালে পৌঁছতে পারে ভারত।
টস জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ফলে কাজটা আরও কঠিন হয়ে গিয়েছিল ভারতীয় দলের কাছে। তারপর ম্যাচ শুরুর আগে চোট পেয়ে দল থেকে ছিটকে যান আশা শোভানা। বিপক্ষের অনুমতি নিয়ে খেলানো হয় রাধা যাদবকে। শারজায় শুরুটা ভাল হয়েছিল ভারতের। প্রথম দুই ওভারে মাত্র ৯ রান তোলে অস্ট্রেলিয়া। তৃতীয় ওভারে জোড়া উইকেট নেন রেণুকা সিং। আরও চাপ বাড়ে অজি শিবিরে। সেই জায়গা থেকে অস্ট্রেলিয়াকে বার করে আনেন গ্রেস হ্যারিস ও তাহিলা ম্যাকগ্রা জুটি। ভারতীয় বোলাররা তাঁদের ফেরাতে পারছিলেন না। তারমধ্যে নবম ওভারে হ্যারিসের ক্যাচ ফস্কান দীপ্তি শর্মা। অবশেষে ১২ তম ওভারে ম্যাকগ্রাকে(৩২) ফেরান রাধা। ১৪ তম ওভারে দীপ্তি শর্মার বলে আউট হন হ্যারিস(৪০)। অ্যাশলে গার্ডনারও ফেরেন মাত্র ৬ রান করে। এই পরিস্থিতিতে দলকে টানেন এলিস পেরি। চালিয়ে খেলতে থাকেন তিনি। শেষ পর্যন্ত ৩২ রানে দীপ্তির বলে আউট হন। শেষের দিকে ফিবি লিচফিল্ড ও অ্যানাবেল সাদারল্যান্ড দ্রুত কিছু রান স্কোরবোর্ডে যোগ করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৫১ রান তোলে অস্ট্রেলিয়া।
জবাবে ব্যাট করতে নেমে শেফালি বর্মার সৌজন্যে দ্রুত রান তুলছিল ভারত। কিন্তু অতিরিক্ত আক্রমণাত্মক হতে গিয়ে চতুর্থ ওভারে আউট হন তিনি। ১৩ বলে ২০ রান আসে শেফালির ব্যাট থেকে। এই ম্যাচে রান পেলেন না স্মৃতি মান্ধানা। ১২ বল খেলে ফিরলেন ৬ রান করে। জেমাইমা (১২) শুরুটা ভাল করেও বেশিক্ষণ পিচে টিকতে পারেননি। তিন উইকেট হারালেও ভারতীয় দলের মনোবলে কোনও প্রভাব পড়েনি। চতুর্থ উইকেটে ৬৩ রান করেন হরমনপ্রীত কউর ও দীপ্তি শর্মা জুটি। তবে ১৬ তম ওভারে সোফি মলিনেক্সের বলে দীপ্তি ফিরতেই তাসের ঘরের মত ভেঙে পড়ে ভারতের ব্যাটিং অর্ডার। শেষ পর্যন্ত ভারতের ইনিংস শেষ হয় ১৪২ রানে। হরমনপ্রীত ৫৪ রানে অপরাজিত থেকে যান।
More Stories
দ্বিতীয় ম্যাচে পরিবর্তন হবে ভারতীয় দলে! কারা যেতে পারেন বাদ?
ডার্বির হারের পরই বিস্ফোরণ, অস্কারকে নিশানা করে পদ ছাড়লেন সন্দীপ
কোন অঙ্কে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছাবে হরমনপ্রীতরা? জানুন অঙ্ক