সময় কলকাতা ডেস্ক:- সমুদ্র উপকূলে বেসরকারি ব্যবসায়ীদের হাতে খননের জন্য এগারোটি ব্লক তুলে দেওয়ার তীব্র বিরোধিতা করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুল গান্ধী তার হোয়াটসঅ্যাপ চ্যানেলে শেয়ার করা প্রধানমন্ত্রীকে দেওয়া চিঠিতে বলেছেন, কেরল, গুজরাট এবং আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের কাছে এগারোটি জায়গায় উপকূলে খননের জন্য টেন্ডার ডাকা হয়েছে।
বেসরকারি সংস্থাগুলো এই দরপত্রে অংশগ্রহণ করবে। কিন্তু সমুদ্র উপকূল ভূমিতে যে সমস্ত জায়গায় এই ধরনের খনি তৈরির অনুমতি বেসরকারি সংস্থাকে দেওয়া হচ্ছে তা পরবর্তী সময়ে বিপর্যয় ডেকে আনবে। তা যে শুধু সামুদ্রিক জীববৈচিত্র্য ধ্বংস করবে এবং ১১ লক্ষ মানুষের জীবন জীবিকা বিপন্ন করবে, তা-ই নয় এটা সাইক্লোন এর মত প্রাকৃতিক বিপর্যয়ের বিপদকে আরও বাড়িয়ে দেবে।
বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অভিযোগ, “২৩ সালে যখন সংসদে সামুদ্রিক উপকূলে খননের জন্য বিল পাস করানো হয়েছিল আমরা তার তীব্র বিরোধিতা করেছিলাম।”
রাহুল গান্ধী আরও বলেন, “আমি খুব স্পষ্টভাবে বলতে চাই বিজ্ঞানসম্মত কোনও পরীক্ষা নিরীক্ষা এবং পর্যালোচনা ছাড়াই সমুদ্র উপকূলে এই ১১ টি ব্লকে খননকার্য চালানোর জন্য অনুমতি দেওয়া হচ্ছে এবং দরপত্র ঢাকা হয়ে গেছে।”
উল্লেখ্য, উপকূলের বাসিন্দা যে সমস্ত মানুষ রয়েছেন এবং এর ফলে যাদের উপর কুপ্রভাব পড়বে সেই সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে কোনও আলোচনা না করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেরল এবং অন্যান্য জায়গার মৎস্যজীবী মানুষেরা ইতিমধ্যেই এর বিরুদ্ধে প্রতিবাদ করছেন।
কেরলে যে সমস্ত জায়গায় খননের অনুমতি দেওয়া হয়েছে সেগুলো কার্যক্রম মৎস্য প্রজজনের জন্য বিশেষভাবে পরিচিত। তারপরেও শুধু বেসরকারি কোনও মালিকদের জন্য এই অনুমতি দিয়ে দেওয়া হলো।
কেরলের মেরিন মনিটরিং ল্যাব ইতিমধ্যে জানিয়ে দিয়েছে যে, এই ধরনের খনন কার্যের ফলে সমুদ্র উপকূলে বাস্তুতন্ত্রের উপর বিরাট প্রভাব পড়বে।
সর্বোপরি, রাহুল গান্ধী তাঁর লেখা চিঠিতে অবিলম্বে এই টেন্ডার বাতিল করার দাবি জানিয়েছেন।


More Stories
পার্কস্ট্রিট হত্যাকাণ্ড : ভিনরাজ্য থেকে গ্রেফতার দুই খুনি
পরপুরুষের সাথে সম্পর্ক? রিলমেকার খুন স্বামীর হাতে
SIR বা বিশেষ নিবিড় সংশোধন বঙ্গ সহ ১২ রাজ্যে জারি করল নির্বাচন কমিশন