সময় কলকাতা ডেস্ক:- একদিকে সঙ্ঘ পরিবারের প্রাণপণ চেষ্টা হিন্দু সমাজকে একটা অখণ্ড সত্তা হিসেবে দেখানো। অন্যদিকে, মহারাষ্ট্রের এক অন্যতম সমাজ সংস্কারক ফুলে দম্পতির উপর তৈরী ছবি “ফুলে”-র রিলিজ পিছিয়ে গেল ব্রাহ্মণ সম্প্রদায়ের আপত্তিতে। ব্রাহ্মণ সম্প্রদায়ের দাবি এই ছবিতে তাদের জাতকে অবমাননা করা হয়েছে।
মূলত, গত দুই সপ্তাহ আগে প্রতীক গান্ধী এবং পত্রলেখা অভিনীত এই ছবিটি মুক্তি পাওয়ার কথা ছিল দেশজুড়ে প্রেক্ষাগৃহে।
প্রসঙ্গত, এই ছবিটি জ্যোতিরাও ফুল এবং তার স্ত্রী সাবিত্রীবাই ফুলের জীবন গাথার উপর দাঁড়িয়ে তৈরি করা হয়েছে।
উল্লেখ্য, এই ফুলে দম্পতি তৎকালীন সময়ে মহারাষ্ট্রে দলিতদের জীবনের মান উন্নয়ন এবং তাদের জীবনে শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করেছিলেন। সমাজসংস্কর্মূলক কাজ করা সত্ত্বেও তাদের জীবনের উপর ছবি করতে গিয়ে ব্রাহ্মণ সম্প্রদায়ের রোষের মুখে পড়েছেন ছবি নির্মাতারা।
সুতরাং, ব্রাহ্মণ সম্প্রদায়ের দাবি অনুযায়ী, অগত্যা সেন্সর বোর্ড নতুন করে ছবিটিকে কাটছাঁট করার নির্দেশ দিয়েছে ছবির পরিচালক ও প্রযোজককে। আশা করা হচ্ছে, কাটছাঁটের পর নতুন করে ছবিটি ২৫শে এপ্রিল মুক্তি পাবে সিনেমাহলে।
More Stories
বিদায় আসরানি, চলে গেলেন কিংবদন্তি কৌতুক-অভিনেতা
জম্মু-কাশ্মীরে নাশকতার ছক ভেস্তে দিল সেনা, গুলির লড়াইয়ে শহিদ এক জওয়ান
ট্রাম্প প্রসঙ্গে কেন্দ্রকে ব্যঙ্গ রাহুল গান্ধির, ভিসা নীতি নিয়ে প্রচ্ছন্ন বার্তা মোদির