Home » নববর্ষের সকালে বর্ণাঢ্য শোভাযাত্রায় মেতে উঠল রাজপথ

নববর্ষের সকালে বর্ণাঢ্য শোভাযাত্রায় মেতে উঠল রাজপথ

সময় কলকাতা ডেস্ক:- নববর্ষ বাঙালির আবেগ। আর এই আবেগের বসে নববর্ষের দিন সকাল থেকে একের পর এক বর্ণাঢ্য শোভাযাত্রায় মেতে উঠেছে রাজপথ। তেমনই মহানগরী সাক্ষী থাকল বাংলা একটা মঞ্চের ডাকে এক বর্ণময় মিছিলের।

জানা গেছে, এই বর্ণাঢ্য শোভাযাত্রায় শামিল ছিলেন বাংলার ঢাকির দল, ছৌ নাচের শিল্পীরা, বাচিক শিল্পীরা এবং আদিবাসী ভাই বোনেরা।

সূত্রের খবর, কলেজ স্ট্রিট থেকে স্কটিশ চার্চ কলেজের দিকে গেছে এই বর্ণাঢ্য শোভাযাত্রা। এই শোভাযাত্রার মূল উদ্দেশ্য সাম্প্রদায়িক সম্প্রীতি এবং বাংলার সমৃদ্ধি কামনা। পথের দু’ধারে অসংখ্য মানুষের এই শোভাযাত্রাকে স্বাগত জানান।

উল্লেখ্য, এই বর্ণাঢ্য শোভাযাত্রার নেতৃত্বে ছিলেন বাংলা একতা মঞ্চ সংগঠক তন্ময় ঘোষ এবং মৃত্যুঞ্জয় মল্লিক।

About Post Author