Home » অপারেশন সিঁদুরের কথা পাকিস্তানকে আগেই জানান জয়শঙ্কর!কে অধিকার দিল? প্রশ্ন রাহুল গান্ধির , পাল্টা জয়শঙ্করের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছে নয়াদিল্লি

অপারেশন সিঁদুরের কথা পাকিস্তানকে আগেই জানান জয়শঙ্কর!কে অধিকার দিল? প্রশ্ন রাহুল গান্ধির , পাল্টা জয়শঙ্করের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছে নয়াদিল্লি

সময় কলকাতা ডেস্ক:-অপারেশন সিঁদুরের কথা পাকিস্তানকে আগেই জানান ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর! স্যোশাল মিডিয়ায় ভাইরাল বিদেশমন্ত্রীর সেই বক্তব্য। কে অধিকার দিল? প্রশ্ন তুলেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিও। যদিও, পাকিস্তানকে সতর্ক করা নিয়ে ভারতীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের মন্তব্যের ব্যাখ্যা দিয়েছে নয়াদিল্লি। বিতর্কের সূত্রপাত সংবাদমাধ্যমে বিদেশমন্ত্রী জয়শঙ্করের প্রতিক্রিয়ার একটি ভিডিয়োকে কেন্দ্র করে। (ভিডিও-র সত্যতা যাচাই করেনি সময় কলকাতা), ওই ভিডিয়োয় বিদেশমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে, অপারেশন সিঁদুর-এর শুরুতে ভারত পাকিস্তানকে একটি বার্তা দিয়েছিল। বলা হয়েছিল, ভারত জঙ্গিঘাঁটিতে আঘাত করছে। ভারত পাকিস্তানের সামরিক বাহিনীর উপর কোনও হামলা করছে না। এই কাজে হস্তক্ষেপ না-করা এবং এর থেকে দূরে থাকার বিকল্প রয়েছে পাকিস্তানি সামরিক বাহিনীর কাছে। তবে তারা সেই সুপরামর্শ নিতে চায়নি।

তবে ওই ভিডিয়ো ঘিরে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করে দেশের রাজনৈতিক মহলে। ভারতের অভিযান শুরুর মুখে বা আগেই পাকিস্তানকে জানানো হয়েছিল— এমন ব্যাখ্যাও করতে শুরু করেছেন কেউ কেউ। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিও ওই ভিডিয়োর অংশ সমাজমাধ্যমে পোস্ট করে প্রশ্ন তোলেন। তিনি লেখেন, ভারতের প্রত্যাঘাতের শুরুর সময় পাকিস্তানকে তা জানিয়ে দেওয়া ছিল একটি অপরাধ। বিদেশমন্ত্রী প্রকাশ্যে স্বীকার করেছেন ভারত সরকার এটি করেছে। এর পরেই রাহুল জোড়া প্রশ্ন ছুড়ে দিয়েছেন কেন্দ্রের উদ্দেশে। তাঁর প্রথম প্রশ্ন, এই সিদ্ধান্তে কে অনুমোদন দিয়েছিলেন? দ্বিতীয় প্রশ্ন, এর ফলে ভারতীয় বায়ুসেনা কতগুলি বিমান হারিয়েছে? ওই ভি়ডিয়ো ঘিরে বিতর্ক ছড়াতেই কেন্দ্রীয় সরকারি সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো সমাজমাধ্যমে তথ্যযাচাই করে একটি বিবৃতি দেয়। পিআইবি ফ্যাক্ট চেক-এর সমাজমাধ্যম পাতায় জানানো হয়, ভারতীয় বিদেশ মন্ত্রক স্পষ্ট করেছে, অপারেশন সিঁদুর শুরু হওয়ার আগে পাকিস্তানের উদ্দেশে কোনও বার্তা দেওয়া হয়নি। জয়শঙ্করের মন্তব্যকে ভুল ভাবে ব্যাখ্যা করা হচ্ছে।

বিদেশ মন্ত্রক জানিয়েছে

অপারেশন সিঁদুর শুরু হওয়ার পরে প্রাথমিক পর্যায়ের কথা বোঝাতে চেয়েছেন জয়শঙ্কর।বিদেশমন্ত্রী বলছেন, তিনি পাকিস্তানকে সতর্ক করছিলেন অপারেশন সিঁদুরের শুরুর দিকে। সেটাকেই চালানো হচ্ছে অপারেশন সিঁদুরের আগে সতর্ক করা হয়েছে বলে। জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গিদের হত্যালীলার সঙ্গে পাকিস্তানের যোগ রয়েছে বলে অভিযোগ ভারতের। যদিও পাকিস্তান সেই অভিযোগ অস্বীকার করে আসছে। এই আবহে গত ৭ এপ্রিল রাতে অপারেশন সিঁদুর শুরু করে ভারতীয় সামরিক বাহিনী। পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের ৯টি জায়গায় জঙ্গিঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়। আসলে পহেলগাঁও হামলা এবং তারপর অপারেশন সিঁদুর পর্যন্ত সরকারের পাশেই ছিল বিরোধীরা। কিন্তু আচমকাই যুদ্ধবিরতি ঘোষণার পর বিরোধী শিবিরের মনেই একাধিক প্রশ্ন জাগছে বলে মনে করা হচ্ছে।

About Post Author