সহজ ম্যাচে কঠিন জয়, ওমানের বিরুদ্ধে ২১ রানে জয় পেল ভারত। ওমানের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ভারত। দলে দুই বদল হয়েছে। শুভমানের সঙ্গে ওপেন করতে নামেন অভিষেক শর্মা। টি২০-তে ওপেন করার সুযোগ পেয়ে ফের কাজে লাগাতে পারলেন না গিল। ৫ রানে আউট হলেন। । তিন নম্বরে সুযোগ পেয়ে সঞ্জু ৫৬ রান করলেন। পাণ্ডিয়া, অক্ষর, শিবমরা মন ভরাতে পারলেন না। ফলে ২০০ হল না। তুলনায় কমজোর ওমানের বিরুদ্ধে ভারতের ইনিংস থামল ১৮৮ রানে।
বুমরাহ ছিলেন না। কিন্তু অর্শদীপ, হর্ষিতরা দাগ কাটতে ব্যর্থ হলেন। ওমান ওপেনিং জুটিতেই ৫৬ রান তোলে। তাঁর বলে ৩২ রানে বোল্ড হন যতিন্দর সিং। কিন্তু এরপর যেন ধনুক ভাঙা পণ করে নেমেছিলেন আমির কালিম এবং হাম্মাদ মির্জা। আমির ৬৪, হাম্মাদ ৫১ রান করে ভারতীয় বোলারদের নিয়ে নাকচোপানি খাওয়ালেন।
শেষ পর্যন্ত অবশ্য অঘটন ঘটেনি। ১৬৭ রানেই থেমে গেল ওমানের ইনিংস, ২১ রানে জয় পেল ভারত। অর্শদীপ, পাণ্ডিয়া, হর্ষিত, কুলদীপ একটি করে উইকেট নেন। শেষ ওভারে বিনায়ক শুক্লাকে ফিরে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে প্রথম ভারতীয় বোলার হিসাবে ১০০ উইকেট নিলেন অর্শদীপের। ৬৪টি টি-টোয়েন্টি ম্যাচে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি।
২ বার ডিআরএসের সিদ্ধান্ত বিপক্ষে গেল, ক্যাচ মিস করলেন অক্ষর, একাধিক চিন্তা নিয়েই মাঠ ছাড়লেন সূর্য। মাঝে মাত্র একদিন সময়, দ্রুত ভুল শুধরে নিতে হবে ভারতকে।
More Stories
দ্বিতীয় ম্যাচে পরিবর্তন হবে ভারতীয় দলে! কারা যেতে পারেন বাদ?
ডার্বির হারের পরই বিস্ফোরণ, অস্কারকে নিশানা করে পদ ছাড়লেন সন্দীপ
কোন অঙ্কে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছাবে হরমনপ্রীতরা? জানুন অঙ্ক