বাংলায় দুর্গাপুজো হয় না – একাধিকবার এমন দাবি করেছে বিজেপি। তবে শুক্রবার যখন কলকাতায় এসে পুজো মণ্ডপ উদ্বোধন করে গেলেন খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তখন তাঁকে নিশানায় নিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, যারা বলত বাংলায় দুর্গাপুজো হয় না, তারাই এসে মণ্ডপ উদ্বোধন করছে।
শুক্রবার অমিত শাহ বিজেপি নেতা সজল ঘোষের পুজো সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্বোধন করেন। সেই অনুষ্ঠান থেকে তিনি সোনার বাংলা গড়ার ডাক দিয়েছেন। তাঁর বক্তব্যে উঠে আসে রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগরের কথাও। আর তা নিয়েই অভিষেকের খোঁচা, তিনি সোনার বাংলা করতে চান ঠিক আছে, তবে তার আগে বাংলার মানুষের টাকা দিতে হবে কেন্দ্রকে। কেন এবং কী ভিত্তিতে সেই টাকা আটকে রাখা হয়েছে, সেই প্রশ্নের উত্তরও চান অভিষেক।
অভিষেকের কটাক্ষ, যে সব জায়গায় বিজেপি ক্ষমতায় আছে, সেই সব রাজ্য উত্তরপ্রদেশ, বিহার, মধ্যপ্রদেশ, গুজরাট, ত্রিপুরা, অসম সোনার হল না কেন? কেন সেখান ব্রিজ ভেঙে জায়, রাস্তা ধসে পড়ে?বাংলার বিজেপি নেতারা শুধু দুর্গাপুজো নয়, অভিযোগ করেন যে অনেক পুজোই হতে দেয় না রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হিন্দুবিরোধী বলতেও পিছপা হন না তাঁরা। কিন্তু সেই বিজেপি নেতাদের পুজো যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী উদ্বোধন করতে এলেন, সেই সুযোগকে হাতছাড়া করেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাফ বলেন, যারা বলত বাংলায় দুর্গাপুজো হয় না, তারাই এসে মণ্ডপ উদ্বোধন করছে। অভিষেকের নিশানা, বিজেপির শেখা উচিত বাংলার থেকে।শুধু অভিষেকই নন, বিজেপিকে বিঁধতে সময় নেননি বাংলার শাসকদল শিবিরের অন্যান্য নেতৃত্বরাও। বিজেপি শাসিত রাজ্যগুলিতে নারী নির্যাতন, দুর্নীতি সহ একাধিক ইস্যুতে টেনে এনেছে বাংলার শাসকশিবির।২১-এর নির্বাচনের আগে প্রধানমন্ত্রী মোদির মুখেও একাধিকবার সোনার বাংলা গড়ার কথা শোনা গিয়েছিল। ২৬-এর নির্বাচনের কয়েকমাস আগে ফের পুরোনো অস্ত্রে শান অমিত শাহের। বিজেপি নেতা সজল ঘোষের পুজো সন্তোষ মিত্র স্ক্যোয়ারের উদ্বোধনে এসে পালাবদলের বার্তা দেন শাহ। তবে তৃণমূলের সাফ কথা, ফের একবার রাজ্যে এসে সোনার বাংলা গড়ার ফাঁকা আওয়াজ দিয়ে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পাল্টা বিজেপিশাসিত রাজ্যগুলিতে জন পরিষেবার দুরাবস্থার কথা তুলে ধরেন অভিষেকরা।
দুর্গা পুজো উদ্বোধন নিয়ে অমিত শাহকে কটাক্ষ অভিষেকের

More Stories
মুখ্যমন্ত্রীর বাড়িতে পুজো চাঁদের হাঁট, কন্যাকে নিয়ে সামিল অভিষেকও
গাড়়ি ঘিরে তৃণমূলের বিক্ষোভ, প্রাণঘাতী হামলার দাবি শুভেন্দুর
কালীপুজো থেকে ভাইফোঁটায় থাকবে স্বস্তি! জানুন আবহাওয়ার আপডেট