ঘোষিত হল অস্ট্রেলিয়া বিরুদ্ধে একদিনের সিরিজের দল। রোহিত শর্মার জায়গায় অধিনায়ক হলেন শুভমান গিল। স্কোয়াডে রাখা হয়েছে বিরাট ও রোহিতকে।চ্যাম্পিয়ন্স ট্রফি জেতানো রোহিত নেতৃত্ব হারালেও দলে থাকলেন। জায়গা হয়েছে বিরাট কোহলিরও।
টেস্টের পর ওয়ানডে ক্রিকেটের নেতৃত্বের দায়িত্ব উঠল তাঁর কাঁধে। অস্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজের যে দল ঘোষণা করা হয়েছে, তাতে অধিনায়ক করা হয়েছে শুভমান গিলকে।ভারতীয় ক্রিকেটের সাম্প্রতিক যা গতিবিধি, তাতে সমস্ত ‘স্পটলাইট’ গিলের উপরই। কোহলি-রোহিত নন, তিনিই এখন ‘পোস্টার বয়’। ইংল্যান্ডে টেস্ট সিরিজে ড্র করে ‘ব্র্যান্ড ভ্যালু’ আরও বেড়েছে। অন্যদিকে রোহিত-বিরাট যুগ যে অস্তমিত, তা নিয়ে সংশয় নেই।
একদিনের দল- শুভমান গিল( অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার( সহ অধিনায়ক), অক্ষর প্যাটেল, কেএল রাহুল, নীতীশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর,কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, অর্শদীপ সিং, প্রসিদ্ধ কৃষ্ণ, ধ্রুব জুরেল, যশস্বী জয়সওয়াল।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ সিরিজের দল-সূর্যকুমার যাদব(অধিনায়ক), অভিষেক শর্মা, শুভমান গিল, তিলক ভার্মা, নীতীশ কুমার রেড্ডি, শিবম দুবে, অক্ষর পটেল, জীতেশ শর্মা (উইকেটরক্ষক), বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হর্ষিত রানা, রিঙ্কু সিং এবং ওয়াশিংটন সুন্দর।
More Stories
দ্বিতীয় ম্যাচে পরিবর্তন হবে ভারতীয় দলে! কারা যেতে পারেন বাদ?
ডার্বির হারের পরই বিস্ফোরণ, অস্কারকে নিশানা করে পদ ছাড়লেন সন্দীপ
কোন অঙ্কে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছাবে হরমনপ্রীতরা? জানুন অঙ্ক