Home » বিশ্বকাপে স্মৃতির রেকর্ডের দিনে অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের

বিশ্বকাপে স্মৃতির রেকর্ডের দিনে অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের

বিশাখাপত্তনমে টসে জিতে ভারতকে প্রথম ব্যাট করতে পাঠান অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি। ভারতীয় দল এদিন অপরিবর্তিত ছিল। শুরুতে সাবধানী হয়ে ব্যাট করতে থাকেন দুই ওপেনার প্রতিকা রাওয়াল ও স্মৃতি মন্ধানা। স্মৃতির ৬৬ বলে ৮০ রানের ইনিংস খেলে একাধিক রেকর্ড গড়লেন।

প্রতীকা, রিচা, জেমাইমার পর আরও দুটি উইকেট তুলে নেন অ্যানাবেল। শেষের দিকে দ্রুত উইকেট হারিয়ে ফেলে ভারত। পুরো ৫০ ওভার খেলার আগেই (৪৮.৫ ওভারে) ৩৩০ রান করে অলআউট হয়ে যায় হ্যারির দল। ফলে রবিবাসরীয় মেগা ম্যাচে অজিদের জয়ের জন্য প্রয়োজন ছিল ৩৩১ রান।

অধিনায়ক অ্যালিসা হিলির ১০৭ বলে ১৪২ রানের ইনিংসের কাছে।  ২১টি চার, ৩টি ছক্কা রয়েছে হিলির ইনিংসে। ১২০টি এক দিনের ম্যাচ খেলা ৩৫ বছরের হিলি তাঁর যাবতীয় অভিজ্ঞতা কাজে লাগিয়ে ম্যাচ বার করলেন।৩৩০ স্কোর বোর্ডে থাকা সত্বেও জয় না পাওয়ার প্রধান কারণ বোলিং ব্যর্থতা। ভারতের পেস বোলিং নিয়ে প্রথম থেকেই সমস্যা ছিল। প্রথম দুই ম্যাচে বৈতরণী পার করেছিলেন স্পিনাররা। কিন্তু এই ম্যাচ দীপ্তিরা পারলেন না।

এই ম্যাচ থেকে ভারতের ইতিবাচক দিক দুটি। এক, স্মৃতি মন্ধানার রানে ফেরা। দুই, বল নষ্ট না করা। তবে চিন্তা থাকল ভারতীয় দলের বোলিং এবং ফিল্ডিং নিয়ে। আগামী রবিবার আরও এক কঠিন প্রতিপক্ষ ইংল্যান্ড। সেই ম্যাচে হারলে আরও কোণঠাসা হয়ে পড়বে ভারত।

About Post Author