Home » কুলদীপের ঘূর্ণিতে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ, জয়ের দুয়ারে ভারত

কুলদীপের ঘূর্ণিতে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ, জয়ের দুয়ারে ভারত

দিল্লি টেস্টে জয়ের খুব কাছে ভারত। ইনিংস হার বাঁচাতে ৯৭ রান তুলতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। ভারতের প্রয়োজন ৮ উইকেট।

প্রথম ইনিংসে ভারত তোলে ৫ উইকেটে ৫১৮। এর জবাবে ওয়েস্ট ইন্ডিজ়ের প্রথম ইনিংস শেষ হয় ২৪৮ রানে।

ওয়েস্ট ইন্ডিজকে ফলো অন করানোর সিদ্ধান্ত নেয় ভারত। দ্বিতীয় ইনিংসের শুরুটতেই ১০ রানে আউট হন তেজনারাইন চন্দ্রপল। জন ক্যাম্পবেল ৮৭ রানে অপরাজিত আছেন।

৬ ওভার পর অ্যালিক অ্যাথানাজ ৭ রানে আউট করেন ওয়াশিংটন সুন্দর। জন ক্যাম্পবেল এবং শাই হোপ মাটি কামড়ে পড়ে থেকে লড়াই চালিয়ে গেলেন। ক্যাম্পবেল অপরাজিত থাকলেন ১৪৫ বলে ৮৭ রানে। তাঁর ইনিংসটি সাজানো ৯টি চার এবং ২টি ছক্কা দিয়ে। অন্যদিকে, হোপের অপরাজিত ৬৬ রানের ইনিংসে ৮টি চার, ২টি ছয়।

রবিবার প্রথম ওভারেই কুলদীপকে সে দিক থেকে আক্রমণে আনেন গিল। কুলদীপের স্পিন সামলাতে পারলেন না ক্যারিবিয়ান ব্যাটারেরা। নিয়মিত ব্যবধানে উইকেট হারালেন তাঁরা।পাঁচ উইকেট নিলেন কুলদীপ যাদব, তিন উইকেট নিলেন জাদেজা। একটি করে উইকেট পেলেন বুমরাহ ও সিরাজ।

কুলদীপ যাদবের স্পিনের জালে বন্দি ক্যারিবিয়ান ব্যাটাররা। ভারতের বোলিং ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন কুলদীপ, সেইসঙ্গে একটি রেকর্ডও গড়েছেন ভারতীয় স্পিনার। ৬৮ বছর পুরনো রেকর্ড ভেঙে দিলেন তিনি।
চারটি-সহ প্রথম ইনিংসে পাঁচ উইকেট নিয়ে ক্যারিবিয়ান ব্যাটিংকে ভাঙলেন কুলদীপ ৮২ রান দিয়ে ৫ উইকেট পান কুলদীপ। ইংল্যান্ডের জনি ওয়ার্ডলের রেকর্ড ভাঙলেন কুলদীপ। বাঁহাতি স্পিনার হিসেবে টেস্টে সবচেয়ে বেশিবার ৫ উইকেটের নজির ছিল জনি ওয়ার্ডলের। এবার নতুন রেকর্ডের মালিক হলেন কুলদীপ। ওয়ার্ডল ২৮ টেস্টে এই রেকর্ড গড়েছিলেন, কুলদীপ গড়লেন ১৫টি টেস্টে।
টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক অনিল কুম্বলে বললেন, ‘কুলদীপ যাদব আন্তর্জাতিক ক্রিকেটে ৮-৯ বছর আগে অভিষেক করেছে। কিন্তু, এটা খুবই দূর্ভাগ্যজনক যে আজ পর্যন্ত ও মাত্র ১৫ টেস্ট ম্য়াচই খেলার সুযোগ পেয়েছেন।’

About Post Author