Home » অনন্ত মহারাজের বিরুদ্ধে ক্ষোভ, বিজেপির বিরুদ্ধে আন্দোলনের ডাক কেপিপি-র

অনন্ত মহারাজের বিরুদ্ধে ক্ষোভ, বিজেপির বিরুদ্ধে আন্দোলনের ডাক কেপিপি-র

সানি রায়, সময় কলকাতা : কামতাপুরী প্রগ্রেসিভ পার্টি (কেপিপি ) অনন্ত মহারাজ ও বিজেপির বিরুদ্ধে সম্মুখ সমরের ডাক দিল। বিজেপি সরকার ও অনন্ত মহারাজের বিরুদ্ধে তাদের ক্ষোভ জানিয়ে বিজেপি নেতাদের কালো পতাকা দেখানোর হুমকি দিল কেপিপি।

কী বলছে কেপিপি? দলের হয়ে প্রচার সচিব সন্তোষ কুমার বর্মনের ভাষায়, অনন্ত মহারাজ  একজন ভন্ড, উনি কোন রাজার বংশধর আমরা তাঁদের তা জানা নেই। কেপিপির প্রশ্ন, বিজেপি কী তাঁর মুখে সেলোটেপ আটকে দিয়েছে?  আলাদা রাজ্যের দাবী তুলতে তাঁর আপত্তি কোথায়? তাঁর উচিত কেপিপির সাথে একত্রিত ভাবে কেন্দ্রীয় সরকারের অবিচারের বিরুদ্ধে আন্দোলন করা। একের পর এক তীব্র আক্রমণ হেনে  রাজ্যসভার সাংসদ তথা রাজবংশী নেতা অনন্ত মহারাজ তথা নগেন রায়কে কটাক্ষ ছুড়ে দিলেন কামতাপুর প্রোগ্রেসিভ পার্টির কেন্দ্রীয় প্রচার সচিব সন্তোষ কুমার বর্মন।

শুক্রবার কোচবিহারে বিজেপি পরিচালিত কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ জানিয়ে সাংবাদিক সম্মেলন করেন কামতাপুর প্রোগেসিভ পার্টির প্রতিনিধিরা। সংগঠনের তরফে সন্তোষ বাবু বলেন, কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি দিয়েছিল আলাদা কামতাপু রাজ্য দেওয়ার। সেই প্রতিশ্রুতি পূরণ হয়নি। বিজেপির মুখে এক মনে এক। কামতাপুর এর মাটিতে কোন বিজেপি নেতার ঠাই নেই। “নরেন্দ্র মোদী, অমিত শাহ এলেও আমরা কালো পতাকা দেখাবো,”-  জানিয়েছেন দলের প্রচার সচিব।
বঞ্চনার ফিরিস্তি দিতে গিয়ে তাঁর আরো মন্তব্য, অনন্ত মহারাজ ভন্ড। উনি বিজেপির টিকিটে সাংসদ হয়েছেন। সাংসদ হয়ে টাকাও নেন। অথচ তাঁর মুখে স্বয়ং শাসিত রাজ্যের  নামগন্ধ নেই। কেপিপির তরফে এও জানানো হয়েছে, প্রয়োজনে অনন্ত মহারাজের বাড়ি ঘেরাও করাও হবে। পাশাপাশি,কেপিপি মনে করছে অনন্ত মহারাজ এক সময় নিজে যা বলেছিলেন সেখান থেকে অনেকটাই ভিন্নমুখী অবস্থান নিয়েছেন। বিজেপির বিরুদ্ধে আন্দোলনে নামার হুঙ্কার কেপিপির প্রচার সচিবের মুখে।।

About Post Author