Home » বিরলতম অপরাধ ওড়িশায়, ধ*র্ষ*ণ করে খুন ৭০ বছর বয়সী আদিবাসী বৃদ্ধাকে

বিরলতম অপরাধ ওড়িশায়, ধ*র্ষ*ণ করে খুন ৭০ বছর বয়সী আদিবাসী বৃদ্ধাকে

Oplus_131072

সময় কলকাতা ডেস্ক, ১৩ জানুয়ারি : বিরলতম অপরাধ ওড়িশায়।  ৭০ বছর বয়সী আদিবাসী মহিলাকে ধর্ষণ করে খুন ওড়িশায়। গ্রেফতার ৪৮ বছর বয়সী  অভিযুক্ত।

ধ*র্ষ*ণ করে খুন। পুলিশ সূত্রে খবর, রবিবার রাতে ওড়িশা-র  ময়ূরভঞ্জ জেলার উদালা এলাকায় আদিবাসী সম্প্রদায়ের এক বৃদ্ধ মহিলাকে ধ*র্ষ*ণ পূর্বক পাথর ছুড়ে হত্যা করা হয়েছে। নির্যাতিতা ও মৃতা  ৭০ বছর বয়সী  মহিলা অম্বিকাদেইপুর গ্রামের বাসিন্দা ছিলেন।অভিযুক্ত একই গ্রামের রঘু হেমব্রমকে (৪৮) গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, বৃদ্ধা তার বাড়িতে একাই থাকতেন।রবিবার রাতে অভিযুক্তরা কোনও কাজে তার বাড়িতে গিয়ে বৃদ্ধ মহিলাকে একা পেয়ে তাকে যৌন হয়রানি করে।তার অপরাধের ধরা পড়বে এই ভয়ে, হেমব্রম ধ*র্ষ*ণের পরে  একটি পাথর নিয়ে এসে প্রমাণ নষ্ট করার জন্য বারবার সিংয়ের মাথায় আঘাত করে।এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয় ও অভিযুক্ত চম্পট দেয়।সোমবার মহিলা বাড়ি থেকে একবারও না বেরোনোয় প্রতিবেশী গ্রামবাসীরা দেখতে পায় দরজা খোলা। ঘরে ঢুকে ভয়াবহ দৃশ্য সাক্ষী হয় প্রতিবেশীরা।তারা ভেতরে গিয়ে দেখতে পায় ওই বৃদ্ধা রমণী প্রাণহীন ও রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।খবর পেয়ে উদালা থানার পুলিশ ঘটনাস্থলে যায় ও তদন্ত শুরু করে।।

ধ*র্ষ*ণ করে খুন #ওড়িশা

ছবি প্রতীকী

About Post Author