স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৪ সেপ্টেম্বর: বিগত কয়েক দিন ধরেই কোর্ট কাচারিতে বিপর্যস্ত ইস্টবেঙ্গলের অন্দরমহল। এরইমধ্যে শনিবার থেকে শুরু হয়ে যাচ্ছে লাল-হলুদ বাহিনীর আইএসএল অভিযান। প্রথম ম্যাচেই কার্লোস কুদ্রায়েতের দল মুখোমুখি হবে সুনীল ছেত্রীদের। বেঙ্গালুরুর কান্তিরাভা স্টেডিয়ামে আজ লড়বে দুই দল। পরিসংখ্যান বলছে আইএসএলের প্রথম ম্যাচে আজ পর্যন্ত মাত্র একবার হেরেছে বেঙ্গালুরু। সেই রেকর্ড অব্যাহত রাখতেই চাইবে জেরার্ড জারাগোজার দল।
আরও পড়ুন Mohun Bagan vs Mumbai City FC: দুই গোলে এগিয়ে গিয়েও পুরনো রোগে আটকে গেল মোহনবাগান
মরসুমের শুরুতেই অ্যাওয়ে ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। তাই বাড়তি চাপ থাকছেই। তার ওপর বেঙ্গালুরু এফসিতে রয়েছেন ভারতের তারকা ফুটবলার সুনীল ছেত্রী। আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও ক্লাব ফুটবলে এখনও রাজত্ব চালিয়ে যাচ্ছেন ভারতীয় ফুটবলের কিংবদন্তি। বয়স তাঁর কাছে নিছক সংখ্যা মাত্র। ফিটনেসের দিক থেকে তরুণ ফুটবলারদের হার মানিয়ে দিতে পারেন এখনও। সম্প্রতি শেষ হওয়া ডুরান্ড কাপেও ঝলক দেখিয়েছেন চল্লিশ বছরের ছেত্রী। গত মরসুমে কেরালা ব্লাস্টার্সের কাছে ১-২ ব্যবধানে হার দিয়ে যাত্রা শুরু করেছিল বেঙ্গালুরু। ইস্টবেঙ্গলও এবার সেটাই চাইবে। শুরুতেই সুনীলদের তাঁদের ঘরের মাঠে হারাতে পারলে আত্মবিশ্বাস বেড়ে যাবে ক্লিটন সিলভাদের। যা গোটা মরসুমে তাঁদের বিশেষ প্রয়োজন। গত মরসুমে সুপার সিক্সেও যেতে ব্যর্থ হয়েছিল ইস্টবেঙ্গল। কার্যত এবার প্রাথমিক লক্ষ্য সেরা ছয়ে জায়গা পাকা করা। তাই প্রথম ম্যাচেই তিন পয়েন্ট ঝুলিতে ভরতে মরিয়া লাল হলুদ ব্রিগেড।
১৪ সেপ্টেম্বর ম্যাচে ইস্টবেঙ্গল ঘরোয়া ফুটবলারদের সঙ্গে মাদিহ তালাল, দিমিত্রিওস দিয়ামান্তাকোসের মত বেশ কয়েকজন ভালো মানের বিদেশিকেও দেখা যেতে পারে মাঠে। আরও রয়েছেন গত মরসুমের ভালো পারফর্ম করা ফুটবলাররাও। প্রসঙ্গত আনোয়ার আলিকে অনেক চেষ্টা করেও আজ মাঠে নামানোর ছাড়পত্র পায়নি ইস্টবেঙ্গল। বিষয়টি নিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল তাঁরা। আজ তার দ্বিতীয় শুনানি। কী রায় দেবে আদালত তার ওপরেই নির্ভর করছে আনোয়ার এবারে ইস্টবেঙ্গলের হয়ে আইএসএল খেলবেন কি না!
More Stories
ডুরান্ড কাপ থেকে কী সরে দাঁড়াচ্ছে মোহনবাগান?
বেঙ্গালুরু পদপিষ্ট কাণ্ড: আরসিবি শীর্ষ কর্তা-সহ গ্রেফতার চার, পলাতক দু’জন
লক্ষ সমর্থক সামলাতে ৫০০০ পুলিশ! কীভাবে দুর্ঘটনা বেঙ্গালুরুতে? বেঙ্গালুরুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত