Home » কলকাতা পুরসভায় ঘাটতি বাজেট পেশ মেয়রের,নিকাশি পানীয় জল, বর্জ্য ব্যবস্থাপনায় বাড়তি জোর

কলকাতা পুরসভায় ঘাটতি বাজেট পেশ মেয়রের,নিকাশি পানীয় জল, বর্জ্য ব্যবস্থাপনায় বাড়তি জোর

সময় কলকাতা ডেস্ক:  রাজ্যে ১০৮ পুরসভা নির্বাচনের দিনেই কলকাতা পুরসভার ২০২২-২৩ আর্থিক বছরের বাজেট পেশ করলেন মেয়র ফিরহাদ হাকিম। গত বছরের মতোই এবারও ঘাটতি বাজেট পেশ করেছেন মেয়র। তবে গত বছর ৫৮০.৭৫ কোটি টাকার ঘাটতি বাজেট পেশ করেছিলেন। এবারের বাজেটে  ঘাটতির পরিমান কিছুটা কমে ১৭৭ কোটি টাকা হয়েছে। নতুন বাজেটে নিকাশি ব্যবস্থা, পানীয় জল, বর্জ ব্যবস্থাপনার উপরে বাড়তি জোর দিচ্ছে কলকাতা পুরসভা। তাই এই তিনটি খাতেই বরাদ্দ গত বছরের তুলনায় কিছুটা বাড়ানো হয়েছে।জল সরবরাহ বাড়াতে ধাপায় ২০ মিলিয়ন গ্যালন ক্ষমতা সম্পন্ন রিজার্ভার তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। নিকাশি ব্যবস্থা সুন্দর করতে নতুন করে ১০০ টি পাম্প বসছে।তৈরি হচ্ছে আরও ৬ টি পাম্পিং স্টেশন বাড়ানো হচ্ছে। কঠিন বর্জ্য সমস্যা মেটাতে দু বছরের মধ্যে  কম্প্যাক্টর স্টেশন বাড়ানো হচ্ছে।মেয়রের ঘোষণা অনুযায়ী বাজেট ঘাটতি কমাতে বকেয়া পুরকর আদায়ের উপর জোর দেবে পুরসভা। পাশাপাশি বিজ্ঞাপণ, পার্কিং ও শহরের বিভিন্ন এলাকায় এলিডি আলো লাগিয়ে বাজেট ঘাটতি যতটা সম্বব কমানো যায় তার চেষ্টা করবে পুরসভা। এজন্য শহরে বিভিন্ন রাস্তায় লাগানো ফ্ল্যাক্সের জন্য প্রতিটি রাজনৈতিক দলকেই এবার কর দিতে হবে। শুধু তাই নয় দৃশ্য দূষণ এড়াতে অনুষ্ঠান শেষ হওয়ার তিন দিনের মধ্যেই খুলতে হবে ব্যানার। নাহলে পুরসভা নিজের উদ্যোগে সেগুলি খোলার ব্যবস্থা করবে। যার খরচ বহন করতে হবে সংশ্লিষ্ট সংস্থা বা রাজনৈতিক দলকে।এছাড়াও শহরে নতুন করে গাছ লাগানোর পরিকল্পনা করছে পুরসভা।

 

এবারের বাজেটে  ১২৭, ১২৮, ১৩৮, ১৩৯ ও ১৪০ নম্বর ওয়ার্ডে উন্নয়নের জন্য বিশেষ পরিকল্পনা তৈরি করবে পুরসভা।এছাড়াও পুকুর ভরাট রুখতে পুলিশের সঙ্গে যৌথভাবে কাজ করবে পুরসভা। পুকুরভরাটে উভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত এফআইআরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শহরের রাস্তাঘাট পরিবেশ বান্ধব গড়ে তোলার পরিকল্পনা মেয়রের। এছাড়াও স্বাস্থ্য, আমার বাড়ি, স্বাস্থ্যসাথী কার্ড, মানবিক ভাতা সহ পরিশেবা মূলক একাধিক খাতে বরাদ্দ বাড়িয়েছে পুরসভা। যদিও ফিরহাদ হাকিমের পেশ করা এই বাজেট দিশাহীন বলে কটাক্ষ করেছেন বিরোধীরা। তাঁদের দাবি, ঘাটতি বাজেট পেশ করে বাকি টাকার কিভাবে আসবে তার কোন দিশাই নেই। তাছাড়া এই বাজেটে কর্মসংস্থান ও নতুন কোনও উদ্যোগের দিশাই দেখাতে পারেন নি মেয়র। তাই বিতর্ক এড়াতে পুরসভা ভোটের ফলাফলের দিনই তড়িঘড়ি বাজেট পেশ করা হয়েছে।

 

 

 

About Post Author