সময় কলকাতা ডেস্কঃ অধিকারী গড়ের কফিনে শেষ পেরেকটি পুঁতে দিল ২০২২ সের পুরসভা নির্বাচন।কাঁথিকে আগে বলা হত খোদ অধিকারীদের গড় । ২০২১ সালের বিধানসভা নির্বাচনে কাঁথির দুটি বিধানসভা কেন্দ্রেই জয়ী হয় বিজেপি। কিন্তু এই পুরসভা নির্বাচনে বিজেপির দুই প্রার্থী জিততে সমর্থ হলেওে বাকি সব ওয়ার্ডেই জয়ী হয়েছে তৃণমূল প্রার্থীরা।

প্রকৃতপক্ষে কাঁথি পুরসভা তৃণমূলের দখলে ছিল দীর্ঘদিন ধরেই । এখনও তৃণমূলের দখলেই থাকল। কোনও পরিবর্তন হল না। কিন্তু বিরা ট পরিবর্তন হল। কিন্তু টানা ৩১ বছর অধিকারীদের দখলে থাকার পর এবার কাঁথি পুরসভা থেকে অধিকারীরা একেবারেি সরে গেলেন।
একটিমাত্র ওয়ার্ড বিজেপি দখলে রাখতে পেরেছে । একজন বিজেপি বিধায়ক জয়ী হয়েছেন। আর একটি ওয়ার্ডে হার হয়েছে কাঁথি উত্তরের বিজেপি বিধায়কের।
কাঁথি পুরসভায় মোট ২১ টি আসনের মধ্যে তৃণমূল জয়ী হয়েছে ১৮টি ওয়ার্ডে। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে কাঁথিতে ক্ষমতা ধরে রাখল তৃণমূল কংগ্রেস।

এবার শুরু হল অধিকারীদের পরিবর্তে গিরি-পরিবারের রাজ। প্রায় সাড়ে তিন দশক পর অধিকারীদের পরিবর্তে অন্য কেউ কাঁথি পুরসভা বোর্ড গঠন করতে চলেছে। কাঁথি পুরসভায় শিশির-শুভেন্দুকে হারিয়ে জয়ী হলেন অখিল-সুপ্রকাশ গিরিরা। এখন এই পুরসভায় অধিকারীদের পরিবর্তে গিরি-পরিবারের রাজ শুরু হয় কি না তা সময়ই বলবে।


এদিন কলকাতা পুর নিগমের বাজেট পেশের পর মেয়র ফিরহাদ হাকিমকে কাঁথি পুরসভা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি তার উত্তরে বলেন, “কাঁথি তে নিজে কে অনেক বড় ভাবে ।এখন বুঝতে পারছে যে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন বলে তুমি ছিলে।”


More Stories
ঝালদা পুরসভার দায়িত্বে শীলা চট্টোপাধ্যায়, নির্দেশ হাই কোর্টের
পুর-উপনির্বাচনের ফলে আসানসোল সবুজ
বনগাঁ পুর-উপনির্বাচনে বিপুল ভোটে জয়ী তৃণমূল