সময় কলকাতা ডেস্ক : হায়দ্রাবাদে এক লাক্সারি কারের ভেতরে প্রভাবশালী পরিবারের পাঁচ নাবালকের বিরুদ্ধে এক নাবালিকা কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠল।
হায়দ্রাবাদের জুবিলি হিলস থানার এলাকায় ১৭ বছর বয়সী এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে যেখানে অভিযুক্তরাও প্রত্যেকে নাবালক। পুলিশ এখনও গ্রেপ্তার করতে পারেনি, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) জানিয়েছে যে পাঁচজন অপরাধীর মধ্যে একজন এমআইএম বিধায়কের পুত্র।যদিও পুলিশ বিজেপির বক্তব্যের বৈধতা নিশ্চিত করে নি। তবে অভিযোগের তদন্তে নেমেছে পুলিশ,জুবিলি হিলসের পাবের বাইরের সিসিটিভি ফুটেজে ধর্ষিতাকে ছেলেদের সাথে কথা বলতে দেখা গেছে।।অভিযুক্তরা পলাতক বলে জানা গেছে।নির্যাতিতা ইন্টারমিডিয়েট দ্বিতীয় বর্ষের ছাত্রী।

জানা গিয়েছে,অভিযুক্তরা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র বলে জানা গেছে, একাধিক সূত্রে তারা “রাজনৈতিকভাবে প্রভাবশালী” পরিবারের বলেও জানানো হয়েছে ।বিজেপি একজন অভিযুক্তকে বিধায়কের ছেলেকে বলে জানালেও পুলিশ জানিয়েছে যে সে গণধর্ষণে জড়িত নাও থাকতে পারে।গত শনিবার সন্ধ্যায়, ১৭ বছর বয়সী মেয়েটি এক বন্ধুর সাথে একটি পাবে গিয়েছিল, যে তাড়াতাড়ি চলে গিয়েছিল।পাঁচজন ছেলে জুবিলি হিলস-এ নির্যাতিতাকে গাড়ি করে নিয়ে যায়। তারা জুবিলি হিলসের একটি স্থানে গাড়ি পার্ক করে এবং যখন মেয়েটিকে পালাক্রমে ধর্ষণ করে তখন অন্যরা গাড়ির বাইরে পাহারা দিয়েছিল।।


More Stories
পার্কস্ট্রিট হত্যাকাণ্ড : ভিনরাজ্য থেকে গ্রেফতার দুই খুনি
পরপুরুষের সাথে সম্পর্ক? রিলমেকার খুন স্বামীর হাতে
SIR বা বিশেষ নিবিড় সংশোধন বঙ্গ সহ ১২ রাজ্যে জারি করল নির্বাচন কমিশন