Home » স্বমহিমায় ‘কিং’ কোহলি, হায়দরাবাদকে হারিয়ে শেষ চারে ব্যাঙ্গালোর

স্বমহিমায় ‘কিং’ কোহলি, হায়দরাবাদকে হারিয়ে শেষ চারে ব্যাঙ্গালোর

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৯ মে: দক্ষিণের ডার্বিতে বাজিমাত রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। হায়দরাবাদকে হারিয়ে আইপিএলের প্লে-অফের দৌড়ে  কিছুটা এগিয়ে গেল  বিরাট কোহলিরা। প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে সানরাইজার্স হায়দরাবাদ। রান তাড়া করতে নেমে দুরন্ত সেঞ্চুরি করল ‘কিং’ কোহলি। ১৯.২ ওভারে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে গেল আরসিবি। ৬৩ বলে ১০০ রান করে ম্যাচের সেরা ‘কিং’ কোহলি।

চলতি আইপিএলে শেষ চারে ওঠার আশা আগেই শেষ হয়ে গিয়েছিল হায়দরাবাদের। অপরদিকে শেষ চারে ওঠার লড়াইয়ে প্রবলভাবে রয়েছে বিরাটের ব্যাঙ্গালোর। তবে লিগ টেবিলের যা অবস্থা তাতে আর একটি ম্যাচও হারার বিলাসিতা করতে পারবে না আরসিবি। তাই ম্যাচটা হায়দরাবাদের দৃষ্টিভঙ্গি থেকে নিয়মরক্ষার হলেও, ব্যাঙ্গালোরের দৃষ্টিভঙ্গিতে ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ। যদিও ব্যাঙ্গালোরের কাজটি অনেকটা সহজ করে দেয় এদিন হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা। নামে হায়দরাবাদের ঘরের মাঠ হলেও এদিন স্টেডিয়ামের দখল নেন কোহলি সমর্থকরা। ‘কোহলি কোহলি’ ধ্বনিতে মুখোরিত হল গোটা স্টেডিয়াম। এক সমর্থক আবার পোস্টারে লিখে এনেছিলেন, “অরল্যান্ডো থেকে ৮৮৯৬ কিলোমিটার পথ পেরিয়ে এসেছি কোহলি। শুধু তোমার খেলা দেখব বলে।” ভক্তের সেই পোস্টার বিরাট দেখেছিলেন কিনা জানা নেই। কিন্তু ভক্তের কথা রেখেছেন ‘কিং কোহলি’।

হায়দরাবাদের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে দাপটের সঙ্গে ব্যাট করলেন প্রাক্তন ভারত অধিনায়ক। তাঁকে যোগ্য সঙ্গত দিলেন আরসিবি অধিনায়ক ফাফ ডু’প্লেসিস। আরসিবির ইন্দো-অ্যাফ্রো এই জুটি এদিন হায়দরাবাদের বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন। একদিকে কোহলিকে যখন ব্যাট হাতে মারমুখী হয়ে ওঠেন, তখন অপরীদকে সিট অ্যাঙ্করের রোল নিয়ে কিছুটা ধরে খেলতে থাকেন ডু প্লেসিস। প্রথম উইকেটে ১৭২ রান স্কোরবোর্ডে যোগ করেন এই দুই ব্যাটার। ৬৩ বলে ১০০ রান করলেন বিরাট। মারলেন ১২ টি চার ও ৪ টি ছয়। এরমধ্যে একটি ছয় মারলেন বল গিয়ে পড়ল স্টেডিয়ামের দ্বিতীয় টায়ারে। ডু প্লেসিস করলেন ৪৭ বলে ৭১ রান। এই দুই ব্যাটার ডাগআউটে ফিরলেও আরসিবির হয়ে বাকি কাজটি করেন ম্যাক্সওয়েল ও ব্রেসওয়েল। প্রধানত দুই ওপেনাররের ব্যাটে ভর করে মাত্র ২ উইকেট হারিয়ে, জয়ের জন্য ১৮৭ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

আরও পড়ুন   ইতিহাদ স্টেডিয়ামে রিয়েলের দর্পচূর্ণ,চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইন্টারের মুখোমুখি সিটি

প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান তোলে হায়দরাবাদ। সৌজন্যে হেনরিখ ক্লাসেনের ঝকঝকে শতরান। চার নম্বরে নেমে এদিন ৫১ বলে ১০৪ রানের ইনিংস খেলেন এই প্রোটিয়া উইকেট রক্ষক ব্যাটার। তবে তিনি রান পেলেও এদিন হায়দরাবাদের আর কোনও ব্যাটার উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেননি। নাহলে এদিন কোহলিদের সামনে আরও বড় রানের লক্ষ্যমাত্রা দিতেই পারত হায়দরাবাদ। প্রথম দিকে নেমে হায়দরাবাদের ব্যাটাররা রান তো পেলেনই না বরং ভুরিভুরি বল নষ্ট করলেন। অভিষেক শর্মা ১১ রান করলে নিলেন ১৪ টি বল, অধিনায়ক মার্করাম ১৮ রান করতে খরচ করলেন ২০ টি বল। সব মিলিয়ে শেষের দিকে হ্যারি ব্রুক কিছুটা চালিয়ে খেললেও ২০০ রানের গণ্ডি টপকাতে পারেনি হায়দরাবাদ। এই জয়ের ফলে একদিকে যেরকম লিগ তালিকার চার নম্বরে উঠে এল, অপরদিকে নিজেদের নেট রান রেট বাড়িয়ে প্লে-অফের পথে অনেকটাই নিজেদের এগিয়ে রাখলেন কোহলিরা। তবে এদিন কোহলিদের জেতায় আইপিএলের প্লে-অফে ওঠার রাস্তা কার্যত আরও জটিল হয়ে গেল কেকেআরের।

About Post Author