স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২ সেপ্টেম্বর: বাইশ গজে মহারণ। এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত বনাম পাকিস্তান। শ্রীলঙ্কার পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ। এই ম্যাচ ঘিরেই দুই দেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে চড়ছে উত্তেজনার পারদ। এই ম্যাচটি জিতলে যে ভারত এশিয়া সেরা হয়ে যাবে, বা হারলে প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে এরকমটা নয়। পাকিস্তানের ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য। তবুও ম্যাচের আগে বাইশ গজে যখনই এই দুই দেশ মুখোমুখি হয়, তখন আলাদা করে একটা উত্তেজনা তৈরী হয়।
আরও পড়ুন জোড়া ঘূর্ণাবর্তের জেরে কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা
যদিও মাঠের বাইরের এই তাপ-উত্তাপ ড্রেসিংরুমে পৌঁছতে দিতে চান না ভারত অধিনায়ক রোহিত শর্মা। শুক্রবার ম্যাচের আগে সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, “দুই দেশের শত্রুতা নিয়ে মানুষ কথা বলুক। একটা শক্তিশালী দলের বিরুদ্ধে আমাদের শনিবার খেলতে হবে। তাঁদের বিরুদ্ধে পরিকল্পনামাফিক খেলাটা সকলের দায়িত্ব।
মাঠে নেমে নিজেদের সেরাটা দেওয়া আমাদের লক্ষ্য হওয়া উচিৎ।” ভারত অধিনায়ক মনে করিয়ে দেন এশিয়া কাপে খেলা ৬ টি দলই শক্তিশালী। খেলার দিন যেকোনও দল বিপক্ষকে বেগ দিতেই পারে। চাপ না নিলেও পাকিস্তান ক্রিকেট দলের সম্পর্কে সমীহ শোনা গেল ভারত অধিনায়কের গলায়।
তিনি বলেন, “সাম্প্রতিক সময়ে একদিনের ও টি ২০ ফরম্যাটে দারুণ খেলছে পাকিস্তান। আইসিসির একদিনের ক্রমতালিকায় ১ নম্বর স্থানটি ধরে রাখা কঠিন। একটা হাড্ডাহাড্ডি ম্যাচের মধ্যে দিয়ে নিজেদের শক্তিকে পরীক্ষা করা যাবে।” পাশাপাশি, পাকিস্তানের বহুল চর্চিত বোলিং বিভাগের সম্পর্কে সমীহের সুর শোনা গেল ভারত অধিনায়কের গলায়। তিনি বলেন, “আমরা নেটে শাহীন, রউফ বা নাসিমদের মত বোলারদের পাইনা। কিন্তু যাঁরা আমাদের দলে রয়েছেন তাঁরাও ভালো মানের বোলার।” অভিজ্ঞতাকে হাতিয়ার করে ক্যান্ডিতে পাকিস্তানকে যে হারাতে চাইছে ভারত, সেকথাও জানাতে ভোলেন নি রোহিত। চলতি বছরের শেষেই আইসিসির একদিনের ক্রিকেট বিশ্বকাপ।
আরও পড়ুন আদিত্য-এল 1 সোলার মিশন লাইভ আপডেট: আদিত্য-এল 1 সৌর অভিযান চালু হচ্ছে শনিবার
বিশ্বকাপের আগে এশিয়া কাপকে প্রস্তুতির মঞ্চ হিসেবে ব্যবহার করছে ভারত? কথাটিকে উড়িয়ে দিয়েছেন ভারত অধিনায়ক। তিনি বলেন,”এশিয়া কাপের একটা ইতিহাস রয়েছে। এবছর মোট ৬ টি শক্তিশালী দল অংশ নিচ্ছে। আমাদের কাছে এই প্রতিযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা বেঙ্গালুরুর ক্যাম্পে নিজেদের ফিটনেস পরীক্ষা করে এসেছি। এখানে ম্যাচ খেলতে এসেছি। দেখা যাক এশিয়া কাপে কতদূর এগোতে পারি।” দীর্ঘদিন চোটের কারণে বিশ্রামে থাকার পর, জাতীয় শিবিরে প্রত্যাবর্তন করেছেন দলের প্রধান পেস বোলার জসপ্রীত বুমরা। যদিও আলাদা করে বুমরা নয় শামি, সিরাজ-সহ দলের বাকি বোলারদের প্রশংসা করেছেন ভারত অধিনায়ক। সব মিলিয়ে বিপক্ষকে সমীহ করলেও যে গুরুত্বপূর্ণ এই ম্যাচ জিতেই মাঠ ছাড়তে চায় ভারত, তা অধিনায়কের কথায় স্পষ্ট।
More Stories
দক্ষিণ আফ্রিকা লিগেও সৌরভ জোর টক্কর দিলেন সঞ্জীব গোয়েঙ্কার দলকে
পুজোর আগেই সিএবি সভাপতি পদে সৌরভ, কমিটিতে থাকছেন কারা?
আমিরশাহিকে ধরাশায়ী করে এশিয়া কাপের যাত্রা শুরু ভারতের