স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৭ সেপ্টেম্বর: এশিয়া কাপের সুপার ফোরে প্রথম ম্যাচে বাংলাদেশকে হারাল পাকিস্তান। ভারতের বিরুদ্ধে নামার আগে বড় জয়। বুধবার লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম এই দুই দল মুখোমুখি হয়। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। প্রথমে ব্যাট করে ১৯৩ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে মাত্র ৩ উইকেট খুইয়ে সেই রান তুলে নেয় পাকিস্তান। সুপার ফোরে সুপার ফর্মে আইসিসি একদিনের ক্রমতালিকার শীর্ষে থাকা পাকিস্তান। বুধবার ঘরের মাঠ লাহোরে পাকিস্তান মুখোমুখি হয় বাংলাদেশের। গ্রুপ-এর সেরা দল হিসেবে সুপার ফোরে কোয়ালিফাই করেছেন বাবর আজমরা। অপরদিকে অনেকটা ভাগ্যের জোরে গ্রুপ বি-র দ্বিতীয় দল হিসেবে সুপার ফোরে যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। শক্তিশালী পাকিস্তানের বিরুদ্ধে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক সাকিব।
প্রথমে ব্যাটিং করেও ফায়দা তুলতে ব্যর্থ হয় বাংলাদেশের টপ অর্ডার। ম্যাচের দ্বিতীয় ওভারের প্রথম বলে প্যাভিলিয়নে ফেরেন মেহেদী হাসান। এশিয়া কাপের দ্বিতীয় ম্যাচ থেকে মেহেদীকে ওপেনার হিসেবে পরীক্ষা করছে বাংলাদেশ। ওপেনার হিসেবে প্রথম ম্যাচে সফল হয়েছিলেন মেহদী। করেছিলেন শতরান। তবে এই ম্যাচে তিনি ব্যর্থ। চোট সারিয়ে সদ্য জাতীয় দলে ফিরে শুরুটা খারাপ করেননি লিটন। ১৩ বলে ১৬ রান করা লিটনকে ফিরিয়ে বাংলা শিবিরে ধাক্কা দেন শাহীন শাহ আফ্রিদি। এরপর ৯ বলে মাত্র ২ রান করে ফেরেন হৃদয়। বাংলাদেশ প্রাথমিক ধাক্কা সামলিয়ে নেন দলের দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব আল হাসান ও মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে। দুজনে ১০০ রানের জুটি গড়েন।
আরও পড়ুন স্টালিন ও খাড়গে পুত্রের নামে অভিযোগ থানায়, কেন?
তিরিশতম ওভারে সাকিবকে ফিরিয়ে বাংলাদেশ শিবিরকে ধাক্কা দেন ফায়িম আশরাফ। ৫৭ বলে ৫৩ রান করে ফেরেন সাকিব। এরপর শামীম হোসেনের সঙ্গে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যান মুশফিক। ৩৮ তম ওভারে হ্যারিস রউফের বলে মুশফিক ফিরতেই বাংলাদেশের বড় রান করার আশা শেষ হয়ে যায়। বাংলাদেশের ইনিংসে নাজিবুল হাসান শান্তর অভাব টের পাওয়া গেল এই ম্যাচে। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন ফর্মে থাকা শান্ত। তাঁর জায়গায় লিটন দলে এসেছেন। তবে প্রথম ম্যাচে দাগ কাটতে ব্যর্থ হলেন তিনি। পাকিস্তানের হয়ে বল হাতে এদিনও সফল হ্যারিস রউফ। ৬ ওভারে ১৯ রান দিয়ে নিলেন ৪ টি উইকেট।
ঘরের মাটিতে ১৯৪ রানের লক্ষ্যমাত্রা, পাকিস্তানের মত শক্তিশালী দলের বিরুদ্ধে লড়াই করার জন্য যথেষ্ট নয়। তারপর এদিন প্রথম থেকে বাংলাদেশের ফিল্ডাররা ফিল্ডিং ও ক্যাচ ছাড়ার নিদর্শন তৈরি করলেন। সেই সুযোগকে কাজে লাগালেন ইমাম, রিজওয়ানরা। যদিও এই ম্যাচে রান পাননি পাক অধিনায়ক বাবার আজম তাসকিনের বলের বাউন্স বুঝতে না পেরে বোল্ড হন। ২২ বলে ১৭ রান করেই প্যাভিলিয়নে ফেরেন বাবর। যদিও এতে জিততে অসুবিধে হয়নি পাকিস্তানের ৮৪ বলে ৭৮ রান করে দলের জয়ের ভিত তৈরি করে আউট হন ইমাম। ৭৯ বলে ৬৩ রানে অপরাজিত থাকেন রিজওয়ান।
More Stories
দক্ষিণ আফ্রিকা লিগেও সৌরভ জোর টক্কর দিলেন সঞ্জীব গোয়েঙ্কার দলকে
পুজোর আগেই সিএবি সভাপতি পদে সৌরভ, কমিটিতে থাকছেন কারা?
আমিরশাহিকে ধরাশায়ী করে এশিয়া কাপের যাত্রা শুরু ভারতের