স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৪ সেপ্টেম্বর: আসন্ন এশিয়া কাপের জন্য ভারতীয় পুরুষ ফুটবল দল ঘোষণা করল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বা এআইএফএফ। দলকে নেতৃত্ব দেবেন সুনীল ছেত্রী। সুনীল দলের সঙ্গে থাকলেও দলে সুযোগ পাননি একঝাঁক অভিজ্ঞ ফুটবলার। এশিয়ান গেমসে কোচ হিসেবে দলের সঙ্গে যাবেন ইগর স্টিমাচ।
Chhetri to lead India for the Asian Games as FSDL-AIFF reaches an agreement at last ????????
Sandesh Jhingan & Gurpreet Singh left out. pic.twitter.com/hClbKUjLur
— IFTWC – Indian Football (@IFTWC) September 13, 2023
জাতীয় দল নাকি ক্লাব! কে প্রাধান্য পাবে? এই টালবাহনার মধ্যে এশিয়া কাপের ভারতীয় পুরুষ দল ঘোষণা করা হল। মোট ১৭ সদস্যের নাম ঘোষণা করা হয়েছে। বুধবার সোশ্যাল মিডিয়ায় সুযোগ পাওয়া ফুটবলারদের নাম জানিয়ে দেওয়া হয়। চলতি মাসের ১৯ তারিখ থেকে শুরু হচ্ছে ১৯ তম এশিয়ান গেমসের আসর। ২০২২ সালে এই প্রতিযোগিতা হওয়ার কথা ছিল। কোভিড অতিমারীর কারণে প্রতিযোগিতা আয়োজন করা সম্ভব হয়নি। চলতি মাসে চিনের হাংজু প্রদেশে অনুষ্ঠিত হতে চলেছে এশিয়ান গেমস।
প্রতিযোগিতার ফুটবল ইভেন্টের পুরুষ ও মহিলা বিভাগে দল পাঠাতে রাজি হয়েছে কেন্দ্রীয় সরকার। সেইমত এবার দল ঘোষণা করল সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশন। দলকে নেতৃত্ব দেবেন সুনীল ছেত্রী। তবে সুনীল দলে থাকলেও দলে সুযোগ হয়নি গুরপ্রীত সিং সাধু, সন্দেশ জিঙ্ঘনের মত জাতীয় দলের নিয়মিত তারকাদের। সাধারণত অনূর্ধ্ব ২৩ দলের সঙ্গে কয়েকজন সিনিয়র ফুটবলারকে দলে রাখা যায়। জানা গিয়েছিল সুনীল, গুরপ্রীত ও সন্দেশকে রেখে দল সাজাচ্ছেন ভারতের ক্রোট কোচ ইগর স্টিমাচ। যদিও ইন্ডিয়ান সুপার লিগ চলায় বাকি ফুটবলারদের ছাড়তে রাজি হয়নি তাঁদের ক্লাব। জাতীয় দলের স্বার্থের কথা মাথায় রেখে ক্লাবকর্তাদের ফুটবলার ছাড়ার জন্য অনুরোধ করেছিলেন জাতীয় দলের কোচ স্টিমাচ। অনুরোধ করেছিলেন এআইএফএফ সভাপতি কল্যাণ চৌবেও। তবে ক্লাব কর্তারা তাঁদের নাছোড় মনোভাব যে বজায় রেখেছেন এই দল তার প্রমাণ।
আরও পড়ুন কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দিনভর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস
একনজরে দেখে নেওয়া যাক কারা সুযোগ পেলেন এশিয়ান গেমসের দলে..
গোলরক্ষক: গুরমিত সিং ও ধীরজ সিং
রক্ষণ: সুমিত রাঠি, নরেন্দ্র গেহলট, দীপক টাংরি
মাঝমাঠ: অমরজিৎ, স্যামুয়েল জেমস, রাহুল কেপি, আব্দুল রাবিহ, আয়ুশ ছেত্রী, ব্রাইস মিরান্ডা, আফজার নুরানি, ভিন্সি ব্যারেটো, অনিকেত যাদব
আক্রমণ: সুনীল ছেত্রী, রহিম আলি, রোহিত দানু,
ও গুরকিরাত সিং
কোচ: ইগর স্টিমাচ
এই ফুটবলারদের বেশিরভাগের বয়স ২৩ বছরের কম। তবে উল্লেখযোগ্যভাবে মাত্র দুই স্পেশালিস্ট ডিফেন্ডার নিয়ে এশিয়ান গেমসে অংশ নিতে চলেছে ভারত। এদের মধ্যে টুর্নামেন্ট চলাকালীন কেউ চোট পেলে বা লালকার্ড দেখলে কারা খেলবেন রক্ষণে? উত্তর কারুর জানা নেই।
More Stories
দক্ষিণ আফ্রিকা লিগেও সৌরভ জোর টক্কর দিলেন সঞ্জীব গোয়েঙ্কার দলকে
পুজোর আগেই সিএবি সভাপতি পদে সৌরভ, কমিটিতে থাকছেন কারা?
আমিরশাহিকে ধরাশায়ী করে এশিয়া কাপের যাত্রা শুরু ভারতের