স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৬ জুনঃ ঘটল না কোনও অঘটন। টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়ে দিল অস্ট্রেলিয়া । বি গ্রুপের শেষ ম্যাচে শেষ ওভারে জয় নিশ্চিত করলেন মিচেল মার্শরা। এই ম্যাচে মাঠে নামার আগেই সুপার আটে নিজেদের জায়গা পাকা করে ফেলেন তাঁরা। তাই অজিদের জন্য এই ম্যাচ ছিল স্রেফ নিয়মরক্ষার। কিন্তু তাদের এই জয়ে সুবিধে হয়ে গেল ইংল্যান্ডের। প্রতিযোগিতার সুপার আটে পৌঁছে গেলেন জস বাটলাররা।
বিশ্বকাপ থেকে ইংল্যান্ডকে ছিটকে দিয়ে, তাদের ও প্রতিযোগিতার বাকি দলগুলির স্বার্থ রক্ষা করতে পারে অস্ট্রেলিয়া । এই কথা বলেছিলেন খোদ অজি জোরে বোলার জস হেজেলউড। তিনি জানান, “ইংল্যান্ডকে বিশ্বকাপ থেকে ছিটকে দিতে পারলে, সেটা আমাদের ও বাকি দলগুলির পক্ষে ভাল হবে।” যা নিয়ে গত কয়েকদিন বিতর্ক কম হয়নি। কারণ এই ম্যাচের উপর ইংল্যান্ডের ভাগ্য অনেকটা নির্ভর করছিল। অস্ট্রেলিয়া হারলে ছুটি হয়ে যেত গত বারের চ্যাম্পিয়নদের। অন্যদিকে আইসিসি ম্যাচ গড়াপেটার আশঙ্কা করে এই ম্যাচের দিকে নজর রেখেছিল। ইচ্ছাকৃত ম্যাচ হারলে নির্বাসিত হতে পারতেন অজি অধিনায়ক। আবার কালিমালিপ্ত হল ক্রিকেট। কিন্তু সেরকম কিছু হল না। শেষ পর্যন্ত জিতে মাঠ ছাড়ল অস্ট্রেলিয়া।
আরও পড়ুনঃ Copa America 2024: কোপা আমেরিকার জন্য দল ঘোষণা করল গত বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, কারা সুযোগ পেলেন দলে?
যদিও ম্যাচ হল হাড্ডাহাড্ডি। টসে জিতে স্কটল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠায় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮০ রান তোলে স্কটরা। দলের হয়ে ৩৪ বলে ৬০ রানের আগ্রাসী ইনিংস খেলেন ব্র্যান্ডন ম্যাকমুলেন। ৩১ বলে ৪২ রান করে অপরাজিত থাকে রিচি বেরিংটন। ২৩ বলে ৩৫ রান করেন জর্জ মুন্সে। অস্ট্রেলিয়ার কোনও বোলার সেভাবে দাগ কাটতে পারেননি। ২ উইকেট নিলেও ৪৪ রান হজম করেন গ্লেন ম্যাক্সওয়েল। সেই রান তাড়া করে জিততে শেষ ওভার পর্যন্ত লড়াই করতে হল বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে। ওপেনার ট্রেভিস হেড ৪৯ বলে ৬৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। ২৯ বলে ৫৯ রান করেন মার্কোস স্টোইনিস। ১৪ বলে ২৪ রান করে অপরাজিত থাকেন টিম ডেভিড। দলকে ছক্কা মেরে জেতান তিনি। শেষ পর্যন্ত ৫ উইকেট হাতে নিয়ে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। প্রতিযোগিতা থেকে ছিটকে গেল স্কটল্যান্ড। এই গ্রুপের দ্বিতীয় দল হিসেবে সুপার আটে চলে গেল ইংল্যান্ড।
More Stories
পুলিশি অতিতৎপরতায় সংকটনাশিনী কালীপুজোয় কি সংকটে বারাসাতের পুজো সংস্কৃতি ও জনজীবন?
দ্বিতীয় ম্যাচে পরিবর্তন হবে ভারতীয় দলে! কারা যেতে পারেন বাদ?
বিরোধীদের দিলেন মোক্ষম জবাব, রাজনৈতিক সৌজন্যের উদাহরণ রাখলেন মমতা