স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৯ অগস্ট: জাতীয় ক্রিকেট দলে ঢোকার রাস্তা কি ধীরে ধীরে কঠিন হতে চলেছে? বিসিসিআই সচিব জয় শাহের বক্তব্যে মিলেছে সেই ইঙ্গিত। আগে দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটাররা চোটের পর কীভাবে ফের দলে সুযোগ পেতে পারতেন। কিন্তু এবার থেকে কোনও ক্রিকেটার চোটের জন্য বাইরে চলে গেলে সহজে তিনি দলে ফিরতে পারবেন না। কিছু নির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে তাঁকে দলে ফিরতে হবে। দলের প্রত্যেক ক্রিকেটারের জন্য এই নিয়ম প্রযোজ্য হবে। এমনটাই জানিয়েছেন বিসিসিআই সচিব।
আরও পড়ুন Premier League 2024: চেলসিকে হারিয়ে প্রিমিয়ার লিগ অভিযান শুরু করল ম্যানচেস্টার সিটি
ক্রিকেটারদের ঘরোয়া ক্রিকেটে জোর দেওয়ার কথা আগেই জানিয়েছিল বোর্ড। বিশ্বকাপের পর শ্রেয়স আয়ার ও ঈশান কিশান দল থেকে বাদ পড়েন। তাদেরও ঘরোয়া ক্রিকেটে নিজেদের প্রমাণ করে জাতীয় দলে ফেরার পরামর্শ দেয় বোর্ড। এবার আরও বড় সিদ্ধান্ত নিল তারা। বর্তমানে ভারতীয় দলের কোনও আন্তর্জাতিক সূচি নেই। বোর্ড ক্রিকেটারদের এই সময় দলীপ ট্রফি খেলার কথা বলেছে। সেপ্টেম্বর মাসের ৫ থেকে ২৪ তারিখ পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে। চারটি দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন, শ্রেয়স আয়ার, শুভমন গিল, রুতুরাজ গায়কোয়াড় এবং অভিমন্যু ঈশ্বরণ। এই প্রতিযোগিতায় খেলতে হবে জাতীয় দলের ক্রিকেটারদের। যদিও প্রথম ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে চার অভিজ্ঞ ক্রিকেটার রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরা ও রবিচন্দ্রন অশ্বিন।
তাঁদের দলে না থাকা নিয়ে বোর্ড সচিব বলেছেন, “সিনিয়রদের প্রতিযোগিতায় খেলার জন্য চাপ দেওয়া হয়নি। তবে চোট পাওয়া ক্রিকেটারদের জন্য এই নিয়ম প্রযোজ্য নয়। তিনি সিনিয়র হলেও নয়। চোট সারিয়ে কোনও ক্রিকেটারকে জাতীয় দলে ফিরতে হলে ঘরোয়া ক্রিকেট খেলেই ফিরতে হবে।” এবিষয়ে কথা বলতে গিয়ে রবীন্দ্র জাদেজার প্রসঙ্গ তুলে ধরেন জয়। জানিয়ে দেন চোটের পর জাদেজাকে ফোন করে তিনি ঘরোয়া ক্রিকেট খেলার পরামর্শ দেন। তিনি এটাও স্পষ্ট করে দেন যে রোহিত, কোহলিদের ঘরোয়া ক্রিকেটে খেলতে বাধ্য করে বাড়তি চাপ তৈরি করা হবে না। রোহিত ও কোহলি আগামী বাংলাদেশ সিরিজে মাঠে নামবেন। তবে প্রস্তুতির জন্য তাঁরা দলীপ ট্রফির কোনও ম্যাচ তাঁরা খেলতে চাইলে, আপত্তি করবে না বোর্ড।
#JayShah
#BCCISecretaryJaiShah
#ShreyasIyer
#ঈশানকিশান
#IshanKishan
#ShubmanGill
More Stories
দক্ষিণ আফ্রিকা লিগেও সৌরভ জোর টক্কর দিলেন সঞ্জীব গোয়েঙ্কার দলকে
পুজোর আগেই সিএবি সভাপতি পদে সৌরভ, কমিটিতে থাকছেন কারা?
আমিরশাহিকে ধরাশায়ী করে এশিয়া কাপের যাত্রা শুরু ভারতের