Home » Women T20 World Cup 2024: রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ থেকে সরল বিশ্বকাপ

Women T20 World Cup 2024: রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশ থেকে সরল বিশ্বকাপ

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২১ অগস্টঃ আশঙ্কাই সত্যি হল। বাংলাদেশ থেকে সরিয়ে নেওয়া হল মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলতি বছরের অক্টোবর মাসে পড়শি দেশে এই মেগা আসর হওয়ার কথা ছিল। কিন্তু রাজনৈতিক ডামাডোলের কারণে বাংলাদেশে বিশ্বকাপের মত একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট আয়োজন করার ঝুঁকি নিল না আইসিসি। তার পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহীকে বেছে নেওয়া হয়েছে আয়োজক দেশ হিসেবে।

আরও পড়ুনঃ Saudi Super Cup: গোল করেও দলকে ট্রফি জেতাতে না পারার হতাশা নিয়ে মাঠ ছাড়লেন রোনাল্ডো

আরও পড়ুনঃ Durand Cup: ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালের একটি মাত্র ম্যাচ হবে যুবভারতীতে, কোন প্রধান পেল ঘরের মাঠে ম্যাচ?

প্রথমে ঠিক ছিল বাংলাদেশ আসন্ন মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করবে। সেই মত প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু গত কয়েক মাস সেদেশে রাজনৈতিক অস্থিরতা চরমে পৌঁছয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করে দেশ ছাড়তে হয়। বড় রদবদল হয় ক্রিকেট বোর্ডেও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হোসেন পাপনও দেশ ছাড়েন। এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সভাপতি দায়িত্ব সামলাচ্ছেন। নিরাপত্তার কারণে অনেক ক্রিকেটার বাংলাদেশে বিশ্বকাপ খেলতে যাওয়ার ব্যাপারে আপত্তি তোলেন। এই পরিস্থিতিতে সেদেশের ক্রিকেট বোর্ড স্পষ্ট করে দেয় বিশ্বকাপ দেশ থেকে সরলে তাদের কোনও সমস্যা নেই। তারপরেই বিশ্বকাপের স্থান পরিবর্তন করে আইসিসি। বাংলাদেশের পরিবর্তে সংযুক্ত আরব আমিরশাহীতে বিশ্বকাপ স্থানান্তর করে তারা। দুবাই ও শারজাতেও কয়েকটি ম্যাচ হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ East Bengal: কলকাতা লিগে গোল করে আরজি কর কাণ্ডের বিচার চাইল ইস্টবেঙ্গল ফুটবলাররা

আরও পড়ুনঃ OPTICAL ILLUSION: আপনার পর্যবেক্ষণ ক্ষমতা টেক্কা দেবে শার্লক হোমসকে? তাহলে ৩৫ সেকেন্ডে নিচের ছবি দুটি থেকে তিনটি পার্থক্য খুঁজে বের করুন

আরও পড়ুনঃ Jay Shah: চোটের পর কীভাবে ফের যাবে জাতীয় দলে? নতুন নিয়মের কথা জানিয়ে দিলেন জয়

আইসিসির চিফ এগজিকিউটিভ জিওফ অ্যালারডিস জানিয়েছেন, “বিশ্বকাপ আয়োজন করতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। এটা অত্যন্ত লজ্জার। তবে আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়েছে বিসিবি। তাঁরা কোনও আপত্তি জানায়নি। আমি ওদের ধন্যবাদ জানাতে চাই। আমাদের আশা দ্রুত বাংলাদেশে আইসিসির প্রতিযোগিতা আয়োজন করা হবে। এই পরিস্থিতিতে দায়িত্ব নিতে চায় সংযুক্ত আরব আমিরশাহি। আমি ওদের ধন্যবাদ জানাই। শ্রীলঙ্কা ও জিম্বাবোয়েও বিশ্বকাপ আয়োজন করার আগ্রহ দেখিয়েছিল। আমি তাদেরও ধন্যবাদ জানাই।

 

About Post Author