সময় কলকাতা ডেস্ক, ৬ সেপ্টেম্বর : আরজিকর কাণ্ডের আবহে মঙ্গলবার বিধানসভায় পাস হয়েছে ‘দ্য অপরাজিতা উইমেন অ্যান্ড চাইল্ড (ওয়েস্ট বেঙ্গল ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৪’। রাজ্যপালের স্বাক্ষরের জন্য সেই বিল ইতিমধ্যেই রাজভবনে পাঠানো হয়েছে। এবার সেই অপরাজিতা বিল ধাক্কা খেল রাজভবনে। রাজ্যপাল স্পষ্ট জানিয়ে দিলেন, টেকনিক্যাল রিপোর্ট ছাড়া এই বিলে সই করবেন না তিনি। ওই রিপোর্ট ছাড়া রাজ্যপাল কোনও বিলে সম্মতি দিতে পারেন না। এমনকী রাজ্যপাল অপরাজিতা বিলকে ‘ পলিটিক্যাল গিমিক ‘ বলে কটাক্ষও করেছেন। রাজভবনের মতে, কোনও বিল সইয়ের জন্য পাঠানো হলে তার টেকনিক্যাল রিপোর্ট রাজ্যকেই দিতে হবে। কেন ওই রিপোর্ট বিলের সঙ্গে পাঠানো হয়নি, তা নিয়ে এদিন অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যপাল।
আরও পড়ুন আরজিকর কাণ্ডে অভিষেক – ইন্দিরা – বিনীতকে হেফাজতে নিতে হবে, দাবি শুভেন্দু অধিকারীর
প্রসঙ্গত, আরজিকর কাণ্ডের আবহে নারী ও শিশু নির্যাতন রুখতে কড়া আইন আনার দাবি উঠেছিল রাজ্য সরকারের তরফে। তৃণমূলের তরফে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম এই দাবি জানান সমাজ মাধ্যমে একটি পোস্ট করে। সেই মত গত ৩ সেপ্টেম্বর, রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশনের দ্বিতীয় দিনেই পেশ হয় ধর্ষণ বিরোধী ‘অপরাজিতা’ বিল। আইনমন্ত্রী মলয় ঘটক পেশ করলেন ‘অপরাজিতা নারী ও শিশু বিল’ ২০২৪। সোমবারই এই বিলের খসড়া প্রত্যেক বিধায়ককে দেওয়া হয়েছিল। সেইমতো এদিন বিল পেশের আগে বেশ কিছু সংশোধনী-সহ প্রস্তাব জমা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বিধানসভায় বিল পেশ হওয়ার পর তা সমর্থন জানায় বিজেপি।
কিন্তু, মঙ্গলবার সকালে বিল পেশ হওয়ার পর বিল নিয়ে শুরু হয় আলোচনা। বিজেপির পক্ষে এদিন বক্তব্য পেশ করেন শিখা চট্টোপাধ্যায়, অগ্নিমিত্রা পল ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শিখা ও অগ্নিমিত্রা- দুই বিধায়কই জানিয়েছেন ধর্ষণ-বিরোধী এই বিলে সমর্থন জানানো হচ্ছে। শুভেন্দু অধিকারী এই বিল প্রসঙ্গে রাজ্য সরকারকে বিদ্ধ করে বলেন, ‘সরকারের আনা এই বিলকে সমর্থন করছি। কিন্তু আপনারা এই বিল আনতে তাড়াহুড়ো করলেন কেন? আমরা চাইলে বলতে পারতাম সিলেক্ট কমিটিতে পাঠান। কিন্তু আমরা শাস্তি চাই। ভোটাভুটি চাইব না। মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনব। কিন্তু এই বিল দ্রুত কার্যকর করতে হবে। সেই দায়িত্ব মুখ্যমন্ত্রীকে নিতে হবে।‘
এদিকে, এই বিল প্রসঙ্গে মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় সরকারকে তোপ দেগে বলেন, ‘এই বিল একটা ইতিহাস! প্রধানমন্ত্রী পারেননি। আমরা পারলাম। করে দেখালাম। প্রধানমন্ত্রী দেশের লজ্জা! উনি মেয়েদের রক্ষা করতে পারেননি। আমি স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি।
#The Aparajita Women and Child Bill 2024'
#Political Gimmick
#Raj Bhavan
#Governor CV Anand Bose
#West Bengal Criminal Law Amendment
#Law Minister Malay Ghatak
#Subhendu Adhikari
More Stories
অনশন প্রত্যাহার চাকরিহারাদের, মঞ্চ থেকেই নতুন হুঁশিয়ারি!
রাজ্যে কবে হবে ছাত্র সংসদের নির্বাচন, জানালেন শিক্ষা মন্ত্রী
প্রাথমিক স্কুলের পাশেই পরিত্যক্ত ও আগাছায় ভরা কুয়ো! ভয়ে একা বেরোয় না শিশুরা