দীপ সেন, সময় কলকাতা , ৫ সেপ্টেম্বর : অভিষেক-বিনীত -ইন্দিরাকে হেফাজতে নেওয়ার দাবি শুভেন্দুর। আরজিকর হাসপাতাল কাণ্ডে তদন্তের স্বার্থে পুলিশের তিন শীর্ষ আধিকারিক অভিষেক গুপ্তা, ইন্দিরা মুখার্জি ও বিনীত গোয়েলকে পুলিশ হেফাজতে নেওয়া উচিত – এমনটাই মনে করেন শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, আরজিকর কাণ্ডের পুলিশের ভূমিকা কলঙ্কজনক এবং এর পেছনে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ। নির্যাতিতার বাবার দেওয়া বিবৃতির পরে আর দেরি করা উচিত নয়, জানিয়েছেন শুভেন্দু। তাঁর মন্তব্য, তিন শীর্ষ পুলিশ আধিকারিক ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন হেফাজতে নিলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে।
“পুলিশ আধিকারিক অভিষেক গুপ্তা ও ইন্দিরা মুখার্জিকে অবিলম্বে তদন্তের স্বার্থে হেফাজতে নেওয়া উচিত। পাশাপাশি বিনীত গোয়েলকে হেফাজতে নেওয়া উচিত। নির্যাতিতার বাবা যা বলেছেন তার পরে এক মুহূর্ত বিলম্ব না করে এই শীর্ষ ও উচ্চপদস্থ আধিকারিকদের হেফাজতে নেওয়া উচিত। আর জি কর হাসপাতাল কাণ্ড সংক্রান্ত বিভিন্ন নির্দেশই এসেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন থেকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন হেফাজতে নিলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। বিনীত গোয়েল কে হেফাজতে নিতে পারলেই তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বলে দেবেন।” বারাসাতে বিজেপির শিক্ষা সেলের একটি অনুষ্ঠানে এসে বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এমনটাই জানালেন। তিনি জানান, এখন পরিষ্কার হয়ে গিয়েছে পুলিশের শীর্ষ আধিকারিকরা নির্যাতিতার বাবাকে এত বড় ঘটনার রফাদফা করতে টাকা দিতে চেয়েছিলেন। শুভেন্দু অধিকারী ও জানান, রাজ্য পুলিশ যতই দমন-পীড়ন নীতি প্রয়োগ করুক – আন্দোলন থামবে না।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী আরও জানালেন, পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তরের মত স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন পদস্থ কর্তারাও যাবেন জেলে।এছাড়াও শুভেন্দু আবার একবার, উত্তর ২৪ পরগনা জেলার প্রভাবশালী তৃণমূল নেতা ও অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী সম্পর্কে আগাম ভবিষ্যৎবাণী করে জানালেন, শিক্ষা,স্বাস্থ্য,খাদ্য দফতরের দায়িত্বে থাকা তৃণমূল নেতাদের মত নারায়ণ গোস্বামী ও জেলে যাবেন। শুধু তাই নয়, উত্তর ২৪ পরগনায় “একদা বারাসাতের মুখ্যমন্ত্রী “হয়ে ওঠা জ্যোতিপ্রিয় মল্লিক যেভাবে গারদের পেছনে গিয়েছেন, ঠিক তার পদাঙ্ক অনুসরণ করে উত্তর ২৪ পরগনার ছোট থেকে বড় বিভিন্ন নেতাকে কারবাস করতে হবে ।।
আরও পড়ুন ‘আরজিকর হাসপাতালের অ্যাকাডেমিক ফান্ডের অপব্যবহার’, সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক তথ্য CBI-র
More Stories
ধর্নামঞ্চে হামলার আশঙ্কা!ভাইরাল অডিও কাণ্ডে গ্রেফতার ডিওয়াইএফআই নেতা কলতান দাশগুপ্ত, স্বাস্থ্য ভবনের বাইরে বৃদ্ধি করা হল পুলিশি নিরাপত্তা
Female Doctor Threatened: “ইহা পে আর জি কর হো জায়েগা!” ফের মহিলা ডাক্তারকে হুমকি, প্রতিবাদে নেমেছেন বেসরকারি হাসপাতালের ডাক্তাররা
Kunal Ghosh: একদা মাদক কাণ্ডে ধৃত পামেলাকে অবস্থানরত চিকিৎসকদের মঞ্চে দেখে কটাক্ষ কুণালের, পাল্টা দিলেন বিজেপি নেত্রীও