স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৫ সেপ্টেম্বর: বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে অবশেষে জয় পেল প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়নরা। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথম দুই ম্যাচে হারতে হয়েছিল ইংল্যান্ডকে। তৃতীয় ম্যাচ হারলে সিরিজ খোয়াতে হত থ্রি লায়ন্সদের। কিন্তু বৃষ্টিবিঘ্নিত ম্যাচে সম্মানের সঙ্গে জিতল তারা।
রিভারসাইড স্টেডিয়ামে টসে জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাটিং করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক হ্যারি ব্রুক। কারণ এই ম্যাচে বৃষ্টির পূর্বাভাস। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভাল হয়নি অজিদের। এই সিরিজে বিধ্বংসী ফর্মে থাকা ট্রাভিস হেডকে এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয়। ওপেন করেন ম্যাট শর্ট ও মিচেল মার্শ। চতুর্থ ওভারে মাথায় শর্ট ফেরেন ১৪ রানে। একাদশ ওভারে মার্শ আউট হন ২৪ রানে। তখন দলের রান ছিল ৪৭। সেখান থেকে দলের হাল ধরলেন স্টিভ স্মিথ ও ক্যামেরন গ্রিন। তৃতীয় উইকেটে ৯৪ রানের জুটি গড়েন দুজনে। স্মিথের ব্যাট থেকে আসে ৬০ রান। গ্রিন করেন ৪২ রান। তবে রান পাননি মার্নাশ লাবুশেন। রানের খাতা না খুলেই ফেরেন তিনি। দ্রুত তিন উইকেট পড়ায় চাপ বাড়ে অস্ট্রেলিয়ার। শেষের দিকে অ্যালেক্স ক্যারে ও গ্লেন ম্যাক্সওয়েল দলকে টানেন। ৫৪ রানের জুটি খেলেন দুজনে। ম্যাক্সওয়েল ৩০ রানে আউট হন। তার পরে ক্যারের সঙ্গে জুটি বাঁধেন অ্যারন হার্ডি। সপ্তম উইকেটে ৬৮ রান যোগ করেন তাঁরা। হার্ডি খেলেন ৪৪ রানের আগ্রাসী ইনিংস। ক্যারে করেন ৭৭ রান। নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৪ রান করে অস্ট্রেলিয়া।
রান তাড়া করতে নেমে শুরুতেই জোড়া ওপেনারকে হারায় ইংল্যান্ড। ফিল সল্ট ফেরেন রানের খাতা না খুলেই। অন্য ওপেনার বেন ডাকেট করেন মাত্র ৮ রান। ২২ রানে ২ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় স্বাগতিকরা। এই পরিস্থিতিতে দলকে নির্ভরতা দিলেন উইল জ্যাক ও হ্যারি ব্রুকস। তৃতীয় উইকেটে ১৫৬ রানের জুটি খেলেন। দ্রুত রান তুলছিলেন দুজনে। একটা সময় মনে হচ্ছিল দুজনেই শতরান করবেন। কিন্তু ৮৪ রানের জ্যাকস কে ফিরিয়ে ইংল্যান্ড শিবিরে ধাক্কা দেন গ্রিন। তবে থামানো যায়নি অধিনায়ক ব্রুককে। ৯৪ বলে ১১০ রানে অপরাজিত থাকেন তিনি। এটাই আন্তর্জাতিক একদিনের ম্যাচে ব্রুকের প্রথম শতরান। শেষের দিকে তাঁকে সঙ্গ দেন লিয়াম লিভিংস্টোন। ২০ বলে ৩৩ রান করে তিনিও অপরাজিত ছিলেন। স্কোরবোর্ডে যখন ইংল্যান্ডের ৩৭.৪ ওভারে ৪ উইকেট ২৫৪ রান। তখনই বৃষ্টির কারণে খেলা বন্ধ করতে হয়। আর খেলা শুরু করা যায়নি। ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ৪৬ রানে জিতে মাঠ ছাড়ে ইংল্যান্ড।
#EnglandvsAustralia #ENGvAUS #HarryBrook #AustraliaCricketTeam #EnglandCricketTeam #ThreeLions
More Stories
ডুরান্ড কাপ থেকে কী সরে দাঁড়াচ্ছে মোহনবাগান?
বেঙ্গালুরু পদপিষ্ট কাণ্ড: আরসিবি শীর্ষ কর্তা-সহ গ্রেফতার চার, পলাতক দু’জন
লক্ষ সমর্থক সামলাতে ৫০০০ পুলিশ! কীভাবে দুর্ঘটনা বেঙ্গালুরুতে? বেঙ্গালুরুর ঘটনায় বিচারবিভাগীয় তদন্ত