Home » যুদ্ধে প্রথম ইন্টারকন্টিনেন্টাল মিসাইলের ব্যবহার করল

যুদ্ধে প্রথম ইন্টারকন্টিনেন্টাল মিসাইলের ব্যবহার করল

সময় কলকাতা ডেস্ক, ২১ নভেম্বর : ১০০০ দিনের যুদ্ধে এই প্রথম। এবার ইউক্রেন জানিয়েছে যে, রাশিয়া দেশের মধ্য-পূর্বে ডিনিপ্রো শহরকে লক্ষ্য করে রাতারাতি একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (ইন্টারকন্টিনেন্টাল মিসাইল)  উৎক্ষেপণ করেছে, এরকম ক্ষেত্রে যদ্ধে মস্কো এই ধরনের একটি ক্ষেপণাস্ত্র প্রথম ব্যবহার করেছে।

বৃহস্পতিবার  টেলিগ্রাম মেসেজিং অ্যাপে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তারা এরকম ক্ষেপণাস্ত্র সঠিকভাবে নির্ণয় করতে পারেনি তবুও এটি একটি ইন্টারকন্টিনেন্টাল মিসাইল। সূত্র দাবি করেছে, এই ক্ষেপণাস্ত্রটি  রাশিয়ার আস্ত্রাখান অঞ্চল থেকে নিক্ষেপ করা হয়েছে। বলা হয়েছে আটটি অন্যান্য ক্ষেপণাস্ত্রর সঙ্গে ইন্টার কন্টিনেন্টাল মিসাইলটি  নিক্ষেপ করা হয়েছে  যার আঘাতে দুজন  গুরুতর জখম হয় ।

আরও পড়ুন Rohit Sharma: প্রথম টেস্টে নামার আগে স্বস্তি ভারতীয় শিবিরে, দলে যোগ দিতে চলেছেন অধিনায়ক হিটম্যান, কবে?

 

About Post Author